ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বি-বাড়িয়ায় হামলায় জড়িতদের বিচার দাবি সাংস্কৃতিক কর্মীদের

প্রকাশিত: ০৫:৩২, ১৫ জানুয়ারি ২০১৬

বি-বাড়িয়ায় হামলায় জড়িতদের বিচার দাবি সাংস্কৃতিক কর্মীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন দেশের সাংস্কৃতিক কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যজন মান্নান হীরা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ার হামলায় নিহত মাদ্রাসা ছাত্রের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানান গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যায়তন, সাহিত্য একাডেমি ও মুক্তিযোদ্ধাদের অর্থায়নে নির্মিত মার্কেটের ওপর হামলা কোন আবেগতাড়িত ঘটনা নয়। এ ঘটনা পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। যে সংস্কৃতি সকল ধর্ম-বর্ণের মানুষের মিলন ঘটায় সে সংস্কৃতিকে তারা ধ্বংস করতে চায়। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দেয়া বিতর্কিত বক্তব্য একই সূত্রে গাঁথা। খালেদা জিয়ার যদি মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে সন্দেহ থাকে তাহলে তিনি ক্ষমতায় থাকতে কেন এটি নিয়ে তদন্ত করেননি? সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম বলেন, দেশ আজ সঙ্কটের মধ্যে নিপতিত হয়েছে। সংস্কৃতির ওপর হামলা এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বর্তমানে বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করছে। তাদের হামলার পিছনে সুনির্দিষ্ট কোন কারণ আছে। তা না হলে কেন শুধু সাংস্কৃতিক কেন্দ্র, দলীয় নেতাদের বাড়িতে হামলা হবে? প্রশ্ন করেন তিনি।
×