ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:২৪, ১৫ জানুয়ারি ২০১৬

উবাচ

‘আমার কিচ্ছু হবে না’ স্টাফ রিপোর্টার ॥ এই বক্তব্যটি একজন পুলিশের। তার নাম এখন প্রায় সকলেই জানেন। তিনি ঘৃণিত এসআই মাসুদ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বিকে ধরে নিয়ে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে খুনের হুমকি দিয়েছিল মাসুদ। তবে বাঁচার জন্য একটা উপায় অবশ্য খোলা ছিল, তা হচ্ছে নতুন করে প্রাণ দানের জন্য মাসুদকে নগদ পাঁচ লাখ টাকা দিতে হবে। আর না হলে বেড়িবাঁধে লাশ পড়বে। কী আশ্চর্য কী অবাক কা-! যেখানে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপদে রাখার জন্য পুলিশ পোষে সেই পুলিশ যদি ঢাকাই ছবির ভিলেনের মতো বুলি আওড়ায় তখন কেমন লাগে? বেচারা রাব্বি সাধারণ মানুষ এখনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসতাপাতালে শুয়ে আতঙ্কে কান্নাকাটি করছেন। নবজীবন ফিরে পাওয়ার পরেও ভাবছেন আর একটু হলে গেছিলাম তো। এতকিছু ঘটে যাওয়ার পরে পুলিশের সেই এসআই মাসুদকে দায়িত্ব পালন থেকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে তদন্ত করে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। যদি প্রশ্ন করা হয়, পাড়ার ছিচকে মস্তান এই কর্ম করলে কী করা হতো তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হতো, না আগে গ্রেফতার-রিমান্ড পরে তদন্ত হতো। পাড়ার মস্তানের বিরুদ্ধে এই আইন হলে পুলিশী মস্তানির ক্ষেত্রে ভিন্নতার জন্যই কী মাসুদ বলে চলেছে এসবে আমার কিচ্ছু হবে না। পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে অভিযোগের প্রমাণ পায় কী না। নাকি মাসুদের দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে সারাদেশের পুলিশ বিভাগ কলঙ্কে ডোবে। আর মাসুদকে ডেকে বলা হয় সাবধানে করিস, লোকজন দেখে ধরিস। অপুষ্টি দূর হলে যদি... স্টাফ রিপোর্টার ॥ মাথা ঠিক নেই খালেদা জিয়ারও দুম করে দেশের মৌলিক ইতিহাস নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন। আবার তার বক্তব্যের সমর্থন করার মতো মোসাহেবেরও অভাব নেই। এই যেমন ধরুন গয়েশ্বর নেত্রী বলেছেন আমিও একখান বলি এই ভেবে চিন্তে উনি বলে দিলেন বুদ্ধিজীবীরা সব নির্বোধ। তারা ওই সময় কী করছিলেন তারা সব নিজের দোষে শহীদ হয়েছেন। এখানেই শেষ নয়, খালেদাপন্থী এক বুদ্ধিজীবী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী তাদের নেত্রীর কথায় নাকি জাতির পিতার ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তিনি তো রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে নিহতের সংখ্যা বের করতে উদ্যোগ নিয়েছিলেন দাবি করে বিএনপিপন্থী এই পেশাজীবী বলেন, বিএনপি নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর উদ্যোগকেই সামনে এনেছেন। তবে যারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, তারা অপুষ্টিতে ভোগেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পুষ্টি নীতি-২০১৫ এর অবহিতকরণ সভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন মন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করেছি এখন লক্ষ্য অপুষ্টি দূর করা। দেশের অপুষ্টি দূর হলে দেখা যাক খালেদা, গয়েশ্বর আর জাফরুল্লাহরা ঠিকঠাক কথা বলতে শেখেন কিনা। ইয়ার্কি পছন্দ নয় রিজভীর স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করেই এক বন্ধুর মুখে অন্যবন্ধু থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে বন্ধুটি কিছুটা ভাব নিয়ে বলল তুই কি ইয়ার্কি করে মারলি? অন্যপক্ষ উত্তর দিল, না সিরিয়াসলি মারছি। এবার বন্ধুটি বলল ঠিক করছিস আমি কিন্তু একদম ইয়ার্কি পছন্দ করি না। সম্ভবত বিএনপি নেতা রিজভীও ইয়ার্কি পছন্দ করেন না। সঙ্গত কারণে তারেক রহমানের সম্পত্তি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর পর রিজভী বলছেন, ‘হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, ইয়ার্কি করেছেন, আর না। তাদের ভাইয়া তো নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো। সুতরাং এখনও কোন পাপ ছুঁয়েও দেখেনি তাকে। এমন মানুষের কিনা অবৈধ সম্পদ এ কী করে সম্ভব। এমন ঘটনা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। সঙ্গত কারণে ঢাকা ছেড়ে বগুড়ায় গেলেও রিজভী তার কর্ম বদলাতে পারেননি। তিনি যথারীতি সেখানেও একখান সংবাদ সম্মেলনে ডেকে বলে আসলেন, দুদক একটি বিষধর সাপ। এর একদিকে আছে বিষ, অন্যদিকে নির্লজ্জ ক্ষমা। বিষাক্ত দিক দিয়ে দুদক সরকারের আজ্ঞাবহ হয়ে বিএনপির হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে দংশন করছে। ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছে। আরেক দিকে সরকারের নির্দেশে বিষহীন লেজ দিয়ে পরীক্ষিত দুর্নীতিবাজদের ক্ষমা করে দিচ্ছে। উদারতা দেখাচ্ছে। সুতরাং এই সব দুষ্টামি আর মানা হবে না।
×