ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের কাছে বাংলাদেশের যুবাদের হার

প্রকাশিত: ০৫:২৩, ১৫ জানুয়ারি ২০১৬

মালদ্বীপের কাছে বাংলাদেশের যুবাদের হার

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ সুজুকি কাপে বড়দের হারের বদলাটা নিতে পারলো না ছোটরা। হারের পাশাপাশি শেষ চারে যাওয়াটাও অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশ অলিম্পিক দলের। বঙ্গবন্ধু গোল্ডকাপে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে (‘বি’ গ্রুপ) তারা মালদ্বীপের কাছে হারে ২-০ গোলে। কদিন আগে ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবলে এই মালদ্বীপের কাছেই ৩-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এবার সেই দলের কাছেই হারলো বাংলাদেশ অলিম্পিক দলও! এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মালদ্বীপ। ১৬ মিনিটে মিডফিল্ড আর রক্ষণের ব্যর্থতায় এক গোল হজম করে বাংলাদেশ। সুযোগ পেয়ে বল নিয়ে এগিয়ে যেতে থাকেন মালদ্বীপের নাসিদ আহমেদ। সতীর্থকে বল পাস দেন। বক্সে বল রিসিভ করে সময় নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার ইয়াসা ইসমাইল। গোলরক্ষক তখন পোস্ট থেকে বেশ দূরে। ফলে বল জালে ঢুকতে কোন সমস্যাই হয়নি (১-০)। ২৩ মিনিটে আবারও সেই একই ভুলে আরও এক গোল খায় বাংলাদেশ। ফাঁকা পোস্ট পেয়ে বল নিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন ইয়াসা ইসমাইল। তার কাটব্যাকে ফরোয়ার্ড ইমাজ আহমেদের শট যখন গতিতে ছুটেছে তার পেছনে ছুটেছেন বাংলাদেশের ডিফেন্ডাররাও। বাংলাদেশী এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন ঠিকই কিন্তু ততক্ষণে বল গোললাইন অতিক্রম করায় রেফারি গোলের বাঁশি বাজান (২-০)।
×