ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের সঙ্গে টি২০ সিরিজ আজ শুরু

প্রকাশিত: ০৫:২২, ১৫ জানুয়ারি ২০১৬

জিম্বাবুইয়ের সঙ্গে টি২০ সিরিজ আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ আজ অনুষ্ঠিত হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘জি টিভি’ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশনও। ম্যাচটি বাংলাদেশের জন্য নতুন বছরের প্রথম ম্যাচ। গত বছরটি স্বপ্নের মতো কাটানোর পর নতুন বছরটিও রাঙিয়ে তুলতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার অনুশীলন শেষে বলেছেন, ‘প্রাধান্য প্রথম অবশ্যই জয়।’ সঙ্গে যোগ করেন, ‘এর সঙ্গে এই ফরমেটে অনেক কিছু আছে আমাদের দেখার। কম্বিনেশনটা ঠিক রেখে আমরা চেষ্টা করছি কিছু করার।’ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের প্রথম ম্যাচ হলেও জিম্বাবুইয়ের জন্য কিন্তু তা নয়। দলটি এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বছরের শুরুতেই সিরিজ খেলেছে। পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলেছে। অবশ্য ২০১৬ সালটি আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েই শুরু হয়েছে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুতে হয়েছে। এ সিরিজের দুটি ওয়ানডে গত বছরের শেষে হয়েছে। যে দুটিতে হেরেছে জিম্বাবুইয়ে। আর বছরের শুরুতে ২ জানুয়ারি তৃতীয় ওয়ানডেটি জিতে নিয়েছে জিম্বাবুইয়ে। তাই বছরটা জয় দিয়েই শুরু করেছে জিম্বাবুইয়ে। এরপর চতুর্থ ওয়ানডে জেতার পর পঞ্চম ওয়ানডে হেরে সিরিজ হেরেছে। তবে টি২০ সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি। তাই বলা চলে, টি২০তে বছরটি হার দিয়েই শুরু করেছে জিম্বাবুইয়ে। আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। আর তাই জিম্বাবুইয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরার কণ্ঠে নেই জয়ের কোন সুবাতাস। শুধু আছে ভাল খেলার প্রত্যয়, ‘আমরা আমাদের নিয়েই ভাবছি। অতীতে কোথায় ভুল হয়েছে তা নিয়েই ভাবছি। আশা করছি ভাল ম্যাচ হবে।’ দুই অধিনায়ক যাই ভাবুক, বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে কিন্তু জয়ের বিকল্প কিছুই দেখছেন না। এবার জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজটিকে টি২০ বিশ্বকাপের জন্য দলের কম্বিনেশন তৈরি করার সিরিজ হিসেবে নেয়া হয়েছে। এ জন্য নতুন ক্রিকেটারদের ঝালিয়ে নেয়া হচ্ছে। বিপিএলের তৃতীয় আসরে চমক জাগানো পেসার আবু হায়দার রনি, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীকে যাচাই করা হবে। যদি এ ক্রিকেটাররা ভাল কিছু করে দেখাতে পারেন, তাহলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়া কাপ টি২০তে সুযোগ করে দেয়া হবে। সেখানে ভাল করলেই টি২০ বিশ্বকাপের চূড়ান্ত দলে ঠাঁই হয়ে যাবে। দল গোছানোর কাজ যতই করা হোক, হাতুরাসিংহে কিন্তু সিরিজে জয়ও চান। নিজেই বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে অবশ্যই আমাদের জয়ের জন্যই খেলতে হবে। যদিও আমাদের পরিকল্পনা এই ফরমেটে সেরা কম্বিনেশন দাঁড় করানো। এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্মেন্সের দিকেও ফোকাস থাকবে আমাদের। সব মিলিয়ে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কম্বিনেশনের দিক থেকে বলি, আমরা এ সিরিজে ভিন্ন কিছু করার চেষ্টা করব। আমরা জয়ের জন্যও খেলব। তবে সঠিক কম্বিনেশন পেতে আমরা পরীক্ষাও চালাব।’ সঙ্গে যোগ করেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা আমাদের কম্বিনেশন তৈরি করতে পেরেছি। কিন্তু টি২০তে পারিনি। কম্বিনেশনের পাশাপাশি সঠিক গেম প্ল্যানও বুঝতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে ব্যাটিংয়ে। এ জন্য ব্যাটসম্যানদের বুঝতে হবে এবং তাদের নিজ ভূমিকা পালন করতে হবে।’ বাংলাদেশের বিপক্ষে গতবছর নবেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলে জিম্বাবুইয়ে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়। আর টি২০ সিরিজে এক ম্যাচ হারে, আরেক ম্যাচ জিতে। সেই সিরিজেও জিম্বাবুইয়ে দলের প্রধান কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। যিনি বাংলাদেশ দলের সাবেক কোচ ছিলেন। বাংলাদেশ যেভাবে উন্নতি করে এগিয়ে চলেছে, তাতে হোয়াটমোর মানছেন, ‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল।’ তবে সিরিজে জিম্বাবুইয়ের জয়ের আশাও ছাড়ছেন না। বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) মোকাবেলা করা এখন কঠিন। বাংলাদেশের সঙ্গে খেলা এখন একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ জিম্বাবুইয়ে এখন একটু খারাপ অবস্থায় রয়েছে। আফগানিস্তানের সঙ্গে হেরেছে তারা। তবে খুলনার মাঠে আবার তারা নিজেদের ফিরে পেতে চায়। আফগানদের সঙ্গে হেরে গেলেও মনোবল হারায়নি আমার দলের খেলোয়াড়রা। টি২০ ম্যাচের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে চায় তারা।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এখানে এসেছি জেতার জন্য। বাংলাদেশ ভাল দল। তবে টি২০তে তাদের (বাংলাদেশকে) আরও উন্নতি করতে হবে। প্রতিপক্ষ নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। চার ম্যাচের এই সিরিজ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেতে চাই।’ জিম্বাবুইয়ের বিপক্ষে এখন পর্যন্ত ৫টি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিতে জিতেছে, দুটিতে হেরেছে। ২০০৬ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচ খেলেই টি২০ ক্রিকেটে নিজেদের পথ চলা শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পায় বাংলাদেশই। ম্যাচটি খুলনাতেই হয়। এ একটি টি২০ ম্যাচই এখন পর্যন্ত খুলনাতে হয়েছে। প্রায় ১০ বছর পর আবার খুলনাতে টি২০ ম্যাচ হচ্ছে। এবার টানা চারটি ম্যাচ হবে। আজ প্রথম টি২০ ম্যাচের পর রবিবার দ্বিতীয়টি, ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচটি হবে। খুলনায় একমাত্র টি২০র পর জিম্বাবুইয়েতে দুই ম্যাচের একটি ও মিরপুরে দুই ম্যাচের আরেকটি সিরিজ খেলে বাংলাদেশ। কোন সিরিজেই হারেনি। তবে জেতেওনি। এবার বাংলাদেশেরই জেতার সম্ভাবনা বেশি। প্রথমত, সম্প্রতি আফগানদের বিপক্ষে বিধ্বস্ত হয়ে মানসিকভাবে বিধ্বস্ত আছে জিম্বাবুইয়ে। দ্বিতীয়ত, জিম্বাবুইয়ের চেয়ে অনেক শক্তিশালী দল বাংলাদেশ। এখন সিরিজটি বাংলাদেশ জিতে নিতে পারলেই হয়। সেই সিরিজের প্রথম টি২০ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে।
×