ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উর্ধগতিতে লেনদেন

প্রকাশিত: ০৫:১৭, ১৫ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচকের উর্ধগতিতে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার দিনে দেশের দুই পুঁজিবাজারেই বৃহস্পতিবারে লেনদেন শেষ হয়েছে সূচকের উর্ধগতির মধ্য দিয়ে। সকালে লেনদেন ও সূচকের গতি চাঙ্গা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঢিমেতালে চলতে থাকে। সারাদিনে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৯২ কোটি টাকার শেয়ার। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রধান বাজারে লেনদেন কিছুটা কমলেও চট্টগ্রাম স্টক একচেঞ্জে কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সকালে আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উত্থানের সঙ্গে লেনদেনের গতিও বাড়তে থাকে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার সময়ে সূচক কিছুটা কমতে থাকে। এভাবে দিনভর সূচকের ওঠানামা চলতে থাকে। মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য কী প্রণোদনা থাকছে বা কোন নেতিবাচক সিদ্ধান্ত আসবে কিনা, সে সম্পর্কে বিনিয়োগকারীদের মনে স্পষ্ট কোন ধারণা ছিল না। যার কারণেই বাজারে সূচকের ওঠানামা চলতে থাকে। তবে শেষ বিকেলে ঘোষিত মুদ্রানীতিকে পুঁজিবাজারবান্ধব মনে করে সার্বিক সূচকটি ঘুরে দাঁড়ায়। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৬৯২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫১ কোটি টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৭৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গোল্ডেন সন, বিডি থাই, সিটি ব্যাংক, আইটিসি, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, তাল্লু স্পিনিং, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার ঢাকার বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন করেছে। তবে সেখানে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির, দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইটিসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অলটেক্স, গোল্ডেন সন, অলিম্পিক এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ও এমারেল্ড ওয়েল।
×