ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসির ফরম পূরণ

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর অতিরিক্ত টাকা ফেরত

প্রকাশিত: ০৪:৩০, ১৫ জানুয়ারি ২০১৬

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর অতিরিক্ত টাকা ফেরত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ জানুয়ারি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শহীদ সিরাজ সিকদার কলেজ কর্তৃপক্ষ অবশেষে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে। জেলায় এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিল। ‘ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, শরীয়তপুরে শিক্ষকদের দুর্নীতির কাছে জিম্মি শিক্ষার্থী’- শিরোনামে গত ২৪ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল আহমেদ বলেন, জনকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে শুরু করি এবং কলেজ কর্র্তৃপক্ষকে চিঠি দেই। শহীদ সিরাজ সিকদার কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুল হক বলেন, আমরা ফরম পূরণে নেয়া অতিরিক্ত টাকা থেকে তিন শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ১শ’ টাকা করে ফেরত দিয়েছি। এদিকে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। শহীদ সিরাজ সিকদার কলেজের এইচএসসি পরীক্ষার্থী একাধিক শিক্ষার্থী জানায়, তারা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ফরম পূরণে দেয়া অতিরিক্ত টাকা ফেরত পেয়েছে তবে কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুল হক টাকা দেয়ার পূর্বেই তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ করেছে তারা। স্টামফোর্ড স্কুল এ্যান্ড কলেজে সংবর্ধনা সোমবার স্টামফোর্ড স্কুল এ্যান্ড কলেজের পিইসি, জেএসসি ২০১৫-এর পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এসএসসি ২০১৬-এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সারোয়ার। স্কুলের সহকারী প্রধানশিক্ষক সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন এবং দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পরিচালিত হয়। -বিজ্ঞপ্তি ইবাইস ভার্সিটিতে র‌্যাগ ডে ইবাইস ইউনিভার্সিটি ধানম-ি, ঢাকাতে বিবিএ ৩৯তম ব্যাচের ‘র‌্যাগ-ডে” মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপচার্য্য (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এখলাছুর রহমান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. সুজিত সাহা, বিভাগীয় প্রধান ও প্রক্টর ড. ফরিদ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। -বিজ্ঞপ্তি হামদর্দের বার্ষিক বিক্রয় সম্মেলন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৫ সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হামদর্দের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। হামদর্দের মোতাওয়াল্লি ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতাওয়াল্লি এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব), মোতাওয়াল্লি ও পরিচালক এইচ আর ডি ডাঃ নার্গিস মারজান শিল্পী, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের উর্ধতন কর্মকর্তা, চিকিৎসক, মেডিক্যাল প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিবৃন্দ। -বিজ্ঞপ্তি
×