ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৭, ১৫ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

ইউপি চেয়ারম্যান গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নতুন বাজারের একটি বাসা থেকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আলম গিয়াস মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনের আগে নলছিটি পৌর এলাকায় সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি নুরুল আলম গিয়াস মাঝি। বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৪ জানুয়ারি ॥ উপজেলার ময়না ইউনিয়নে বিলসরাইল গ্রামে তৈয়বুর রহমানের বাড়িতে বুধবার রাত সাড়ে বারোটার দিকে ডাকাতি হয়েছে। তারা ১২ ভরি ¯¦র্ণ ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপর ডাকাত দল হামলা চালায়। ডাকাতের রামদার কোপে আহত হয় মনিরুজ্জামান, প্রতিবেশী সোহেল, আশিকুর, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও শরিফুল। ৩ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ কেরানীগঞ্জের দেওশুর এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে ড্রেজার পাইপ ফেলে ডাকাতির প্রস্তুতির সময় বুধবার রাত আড়াইটার দিকে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এরা হলো, রুবেল হোসেন, আলামিন ও জহিরুল ইসলাম । জানা যায়, সংঘবদ্ধ ডাকাতদলটি দেওশুর এলাকার ডায়মন্ড মেলামাইনের সামনের সড়কে কয়েকটি ড্রেজার পাইপ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের একটি দল টহল দেয়ার সময় বিষয়টি তাদের নজরে পড়ে। অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাট উপজেলার খড়গপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাট উপজেলার খড়গপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (২০)। উদ্ভাবনী মেলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন হয়। যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগী কমিশনার আবদুস সামাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ।
×