ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রমিক নির্যাতন ॥ গাজীপুরে আমান মিল কর্মকর্তার জরিমানা

প্রকাশিত: ০৪:২৫, ১৫ জানুয়ারি ২০১৬

শ্রমিক নির্যাতন ॥ গাজীপুরে আমান মিল কর্মকর্তার জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৪ জানুয়ারি ॥ শ্রীপুরে শ্রমিকদের মারধর, অশ্লীল ভাষায় গালাগাল ও অনৈতিক আচরণের অভিযোগে এক কারখানা কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা বৃহস্পতিবার দুপুরে আমান কটন মিলস লিমিটেড কর্তৃপক্ষকে অর্থদ-ের এ রায় দেন। আমান কটন মিলস লিমিটেডের শ্রমিকরা জানান, শ্রীপুরের বৈরাগীর চালাস্থিত আমান কটন মিলস কারখানা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতনের তোয়াক্কা করেন না। এ কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতন আড়াই হাজার টাকা। শ্রমিকদের সঙ্গে শ্রম আইনবিরোধী আচরণ করা হয়। এসব কারণে গত প্রায় দু’সপ্তাহ যাবত শতাধিক শ্রমিক কর্তৃপক্ষের কাছে পদত্যাগের আবেদন করেন। কর্র্তৃপক্ষ তাদের ছাড়পত্র না দিয়ে বাধ্যতামূলক কাজ করানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা ছাড়পত্র সরবরাহের দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে কারখানার নির্বাহী পরিচালক শফিউল্লাহর নির্দেশে তার লোকজন শ্রমিকদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কমপক্ষে ১০ নারীশ্রমিক আহত হন। আমান গ্রুপের আমানটেক্স লিমিটিডের জ্যেষ্ঠ প্রশাসনিক ব্যবস্থাপক শাহ কামাল শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, শ্রমিকরা উপর থেকে নিচে নামতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে থাকতে পারেন। ফরিদপুর মেডিক্যালে ধর্মঘট প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা। একই সঙ্গে শিক্ষানবিস চিকিৎসকরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার মেডিক্যাল হাসপাতালে কর্মরত শতাধিক শিক্ষানবিস চিকিৎসক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাসের নিকট স্মারকলিপিটি তুলে দেন। পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৪ জানুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ পালিয়েছে। তার পিতার নাম আব্দুর রহমান। সে সম্প্রতি র‌্যাবের হাতে গ্রেফতার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল থেকে হাজিরা দিয়ে পুলিশ হেফাজতে বের হয়ে যাবার পথে আজাদ হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
×