ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ছাত্রসহ নিহত ৭

প্রকাশিত: ০৪:২৫, ১৫ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ছাত্রসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে যাত্রী, চালকের সহকারী, ঝিনাইদহে নসিমন উল্টে শ্রমিক, ফরিদপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী, নীলফামারীতে বাসের ধাক্কায় বৃদ্ধ, নেত্রকোনায় অটোরিক্সা চাপায় শিশু ও সাতক্ষীরায় ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদাদাতাদের পাঠানো- ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গি- রাণীশংকৈল সড়কের কুমারগঞ্জ নামক স্থানে বৃহস্পতিবার আবারও নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন এবং ১০জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা মাড়িয়া এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী নৈশ্যকোচ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাণীশংকৈল উপজেলার কুমরগঞ্জ নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের আরোহী গুড় ব্যবসায়ী ইউনুস আলী (৪৫) ঘটনাস্থলে ও ট্রাক হেলপার আনোয়ার হোসেন (৩৫) স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান। ঝিনাইদহ ॥ নসিমন উল্টে আবুল কাশেম নামের এক স’মিল শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কমরপুর গ্রামের আনা গায়েনের ছেলে। নীলফামারী ॥ সড়ক পার হতে গিয়ে কোচ বাসের ধাক্কায় অজিউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ডোমার-নীলফামারী সড়কের সোনারায় বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলায় অটোরিক্সা চাপায় জনি আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। বৃহস্পতিবার সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ শ্যামনগরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে রাজ হোসের (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ হোসেন উপজেলার ভেটখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় সোনামনি কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণীর ছাত্র। ফরিদপুর ॥ মধুখালীতে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী সড়ক বিভাগের কর্মচারী আবুল বাশার (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শান্তিচুক্তির ছাতা বন্ধ করা যাবে না ॥ ইনু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৪ জানুয়ারি ॥ শান্তিচুক্তির ছাতা ঘুটিয়ে ফেললে চলবে না। শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে অবশ্যই শান্তিচুক্তির ছাতা মেলে রাখতে হবে। আমরা সকলেই এ ছাতার তলে এসে চুক্তি বিষয়ক সমস্যার সমাধান ও উন্নয়ন করব। আলাপ আলোচনার মাধ্যমে পাহাড়ের সকল সমস্যার সমাধান করতে হবে। এ আলোচনা পাহাড়ী বাঙালী, সন্তু লারমার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ও সন্তু লারমার সঙ্গে সরকারের আলোচনা হতে পারে। সারা দুনিয়ায় আলোচনা ছাড়া কোন সমস্যার সমাধান হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তিচুক্তি করেছে। তিনিই এই চুক্তি বাস্তবায়ন করবে। চুক্তি কেউ বাতিল করতে পারবে না। খালেদা জিয়া ক্ষমতায় এসেও চুক্তি বাতিল করতে পারেনি। তার সময়ে সাম্প্রদায়িক শক্তি, জঙ্গীবাদ ও বিদেশী মদদের কারণে চুক্তি বাস্তবায়নের ধারা শিথীল হয়েছিল।
×