ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ-রনি জুটি ত্রাস হবেন আজ?

প্রকাশিত: ০৪:২১, ১৫ জানুয়ারি ২০১৬

মুস্তাফিজ-রনি জুটি ত্রাস হবেন আজ?

স্পোর্টস রিপোর্টার ॥ একজনের অভিষেক হয়ে গেছে গত বছরই। শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হয়ে গেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। টি২০ ক্রিকেটে বিস্ময়কর কিছু না করলেও ইতোমধ্যেই কয়েকটি রেকর্ড গড়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম ত্রাসের নাম হয়ে গেছেন মুস্তাফিজ। এবার তার সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় আছেন আরেক তরুণ পেসার আবু হায়দার রনি। তার অভিষেক হয়ে যেতে পারে আজই জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে। অনুর্ধ-১৯ দলে দুজন জুটি বেঁধে বল করেছেন, এবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং করবেন। জিম্বাবুইয়ের বিরুদ্ধে নিজেদের বড় ত্রাস প্রমাণ করতে পারবেন এ জুটি? এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ দিয়ে ক্ষুদ্রতম ফরমেটের এ ক্রিকেটে যাত্রা শুরু করেন রনি। আগে কোন পর্যায়ের টি২০ ম্যাচ খেলেননি। বয়সভিত্তিক ক্রিকেটে উজ্জ্বলতা ছড়ালেও বড়দের ক্রিকেটেও তেমন খেলার অভিজ্ঞতা নেই ১৯ বছর বয়সী এ তরুণ উদীয়মান বাঁহাতি পেসারের। কিন্তু তিনিই ম্যাজিক দেখাতে শুরু করলেন শুরু থেকে। হয়ে উঠলেন প্রতিপক্ষ শিবিরের জন্য আতঙ্কের নাম! দুর্ধর্ষ ইন সুইঙ্গারের সঙ্গে আছে দুয়েকটি কাটার দেয়ারও ক্ষমতা। তারচেয়েও বড় কথা ‘ডেথ ওভারে’ সত্যিকারের এক নির্ভরযোগ্য ও ভয়ানক হয়ে উঠেছেন নেত্রকোনা থেকে উঠে আসা এ তরুণ। এবার বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছিলেন তিনি। নবাগত এ তরুণই হয়ে ওঠেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সত্যিকারের এক মারণাস্ত্র। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে পুরস্কারও পেয়েছেন তিনি। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল অচিরেই জাতীয় দলে ঢোকার দ্বার উন্মুক্ত হচ্ছে তার জন্য। মুস্তাফিজ প্রায় এক বছর আগেই জাতীয় দলে ঠাঁই করে নিয়েছেন। নিজের অপরিহার্যতাও প্রমাণ করেছেন। ওয়ানডে ক্রিকেটে ২০১৫ সালে বিশ্বে নবীনদের মধ্যে সবচেয়ে ভাল নৈপুণ্য দেখিয়ে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা একাদশে। মূলত ‘কাটার’ দিতে পারার যোগ্যতাটাই মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করেছে। এবার তিনি পুরনো সঙ্গী রনিকে পাচ্ছেন কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করার জন্য। অনুর্ধ-১৯ দলের হয়ে দুজন খেলেছেন। তবে মুস্তাফিজ ৬ ম্যাচে ৯ উইকেট নিতে পারলেও রনি তেমন আলো ছড়াতে পারেননি। ইতোমধ্যেই রনি নিজেকে গুছিয়ে নিয়ে নির্ভরযোগ্য করে তুলতে পেরেছেন। এবার জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার অপেক্ষা। মুস্তাফিজও জুটি বাঁধার জন্য মুখিয়ে আছেন পুরনো সতীর্থের সঙ্গে।
×