ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিতে সেমির সম্ভাবনা উজ্জ্বল বাহরাইনের

প্রকাশিত: ০৪:২১, ১৫ জানুয়ারি ২০১৬

জিতে সেমির সম্ভাবনা উজ্জ্বল বাহরাইনের

স্পোর্টস রিপোর্টার ॥ জিতে সেমিতে যাবার সম্ভাবনা উজ্জ্বল করেছে মধ্যপ্রাচ্যের দেশ ‘আল-আহমার’ (দ্য রেড) খ্যাত বাহরাইন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার তারা ১-০ গোলে হারিয়েছে কম্বোডিয়াকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিতে তাদের সংগ্রহ দুই ম্যাচে ৪ পয়েন্ট। ফলে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাহরাইন। তারা প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে। আর নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়া ২-৩ গোলে হেরেছিল মালদ্বীপের কাছে। বাহরাইনের পরের ম্যাচ আগামী শনিবার মালদ্বীপের বিরুদ্ধে। আর কম্বোডিয়ার পরের ম্যাচ একইদিন বাংলাদেশ অলিম্পিক দলের বিরুদ্ধে। দুই ম্যাচের প্রতিটিতেই হেরে পয়েন্টশূন্য কম্বোডিয়া শেষ ম্যাচে জিতলেও কোন লাভ নেই। কেননা বৃহস্পতিবারের ম্যাচে তারা বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ম্যাচের প্রথম থেকেই প্রায় সমানতালে খেলে দুই দল। ম্যাচ শুরুর ৪ মিনিটে প্রথম আক্রমণটি করে কম্বোডিয়া। কিন্তু মিডফিল্ডার পলরুথের কাটব্যাকে ফরোয়ার্ড ডিনা টিটের শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন বাহরাইনের গোলরক্ষক মাহবুব। এরপর বেশ কবার চেষ্টার পর ১১ মিনিটে কাক্সিক্ষত প্রথম গোলের সন্ধান পায় বাহরাইন। মিডফিল্ডার জসিম আল শেখের কর্নার বক্সে ঢুকে হেডে গোল করেন আব্দুল আজিজ আল শেখ (১-০)। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় বাহরাইন। সতীর্থ মিডফিল্ডারের থ্রো থেকে বল পেয়ে ডান পায়ে শট নেন জসিম আল শেখ। কিন্তু কম্বোডিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় বাহরাইন। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে কম্বোডিয়ার বক্সে বেশ কটি আক্রমণ ব্যর্থ হয় বাহরাইনের। একের পর এক আক্রমণ শানাতে থাকে কম্বোডিয়ান শিবির। ৫৭ মিনিটে বদলি ফরোয়ার্ড ভানডেথ সন বল নিয়ে সতীর্থকে উদ্দেশ করে বল পাঠান বাহরাইনের বক্সে। কিন্তু বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন বক্সে দাঁড়ানো কম্বোডিয়ান খেলোয়াড়। ৬৬ মিনিটে কম্বোডিয়ান অধিনায়ক ফরোয়ার্ড ল্যাবোরেভির শট বক্সে বিপদমুক্ত করেন বাহরাইনের গোলরক্ষক মাহবুব। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি কম্বোডিয়া। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। আর জিতে সেমিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে বাহরাইন।
×