ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়টাকেই প্রাধান্য দিতে চান মাশরাফি

প্রকাশিত: ০৪:২০, ১৫ জানুয়ারি ২০১৬

জয়টাকেই প্রাধান্য দিতে চান মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষবার জিম্বাবুইয়ের বিরুদ্ধেই আন্তর্জাতিক টি২০ খেলেছে বাংলাদেশ। গত বছর নবেম্বরে প্রথম টি২০ জিতলেও দ্বিতীয়টিতে হেরে গিয়েছিল টাইগাররা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ খেলে নিজেদের অনেকটাই ঝালিয়ে নিতে পেরেছেন ক্রিকেটাররা। কতটা উন্নতি হয়েছে তা জানা যাবে আজই। আবারও জিম্বাবুইয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন জয়টাকেই প্রাধান্য দেয়া হবে এবং পাশাপাশি এই ফরমেটে দলের যে ঘাটতি আছে সেটাও শেখার ব্যাপার রয়েছে। কিন্তু একই সঙ্গে আসন্ন এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের জন্য দলের সঠিক সমন্বয়ও খুঁজে বের করা হবে এই সিরিজের মাধ্যমেÑ এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজ। কিন্তু বর্তমানে দলটি তেমন ভাল ফর্মে নেই। এমনকি সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের কাছেও সম্প্রতি ঘরের মাঠে এবং আরব আমিরাতে টানা দুইবার ওয়ানডে ও টি২০ সিরিজ হেরেছে। সেক্ষেত্রে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলে প্রস্তুতিটা কতখানি ভাল হবে এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ে দলে বেশ কিছু ভাল খেলোয়াড় আছে। হয়তো তারা আফগানিস্তানের সঙ্গে হেরেছে। কিন্তু আমরা শেষ ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিলাম টি২০ ম্যাচে। আমরা এদিকে খুব মনোযোগী।’ এ কারণে জয় পাওয়াটাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন মাশরাফি। সেটা দলকে আত্মবিশ্বাসী করে তুলবে। এ বিষয়ে তিনি বলেন, ‘যে কোন খেলায় জয়টাই প্রাধান্য পাবে আগে। এর সঙ্গে এই ফরমেটে অনেক কিছু আছে আমাদের দেখার। কম্বিনেশনটা ঠিক রেখে আমার চেষ্টা করছি কিছু করার। প্রথম প্রাধান্য অবশ্যই জয়। সেই সঙ্গে অবশ্যই ওই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের চেষ্টা থাকবে ভাল একটি কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করা।’ এবার বিপিএলের শেষদিকে বোলিং করতে পারেননি মাশরাফি। আবারও পুরনো ইনজুরিতে পড়েছেন তিনি। জিম্বাবুইয়ের বিরুদ্ধে নামার আগে তিনি কতটা ফিট? এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ছোট খাটো চোট আছে। এগুলো নিয়ে এর আগেও অনেক খেলেছি। আমি ইনশাআল্লাহ আশা করছি সবকিছুই ঠিক থাকবে।’ এবার টি২০ দলে একই সঙ্গে অভিষেক হতে পারে পেসার আবু হায়দার রনি, অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘যারা স্কোয়াডে আছে তাদের সবারই সুযোগ আছে।’
×