ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে আজ অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় ওয়ানডে

ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের

প্রকাশিত: ০৪:২০, ১৫ জানুয়ারি ২০১৬

ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ পার্থে ছিল ব্যাটিং স্বর্গ। উভয় দলই রান উৎসব করেছে প্রথম ওয়ানডেতে। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে জিতে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারী ভারত। এবার ব্রিসবেনে মহেন্দ্র সিং ধোনীদের ঘুরে দাঁড়ানোর লড়াই। এবারও লড়াইটা হবে ব্যাটিংয়েরই। কারণ ব্রিসবেনেও থাকছে ব্যাটিং সহায়ক ফ্লাট উইকেট। তবে ভারতের এ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। বৃষ্টির সম্ভাবনা আছে গ্যাবায়। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ও বোলিংয়ের শুরুতে অসিদের চেয়ে এগিয়ে ছিল ভারতই। কিন্তু পরবর্তীতে দারুণ কামব্যাক করেছিলেন অসি বোলার ও ব্যাটসম্যানরা। অসিরা ব্যাটিংয়ে আসার পর অভিষিক্ত পেসার বারিন্দার স্রান দারুণ শুরু দিয়েছিলেন। ২১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় বোলাররা নিজেদের ধারাবাহিকতা রাখতে পারেননি, ফলে ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের। ৫ উইকেটের জয় তুলে নিয়েছে অসিরা। ব্রিসবেনের গ্যাবায়ও বোলারদের জন্য তেমন কোন বিশেষ সুবিধা থাকছে না। এখানেও পরে ব্যাটিংয়ে নামা দলটিই সুবিধা পাবে বেশি এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাগরের তীর ঘেঁষা এ স্টেডিয়ামে বৃষ্টির উৎপাত থাকার সম্ভাবনা প্রচুর। বিকেলে কিংবা সন্ধ্যায় বৃষ্টি হবে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। সে কারণে প্রথম ব্যাট করা দলটি বেশ বড় ধরনের সংগ্রহ গড়তে না পারলে রান তাড়া করতে নামা দল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিছুটা বাড়তি সুবিধাই পাবে। স্বাগতিক অসিরা বেশ সুবিধাজনক অবস্থানে আছে প্রথম ম্যাচ জিতে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ওপেনার ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না তারা। সম্প্রতিই বাবা হয়েছেন এ আক্রমণাত্মক ব্যাটসম্যান, তাই ছুটি পেয়েছেন। তবে ওয়ার্নারের অভাবটা পুষিয়ে দিতে পারেন শন মার্শ। টেস্ট ক্রিকেটে অনেক বেশি সুযোগ পেলেও তিনি ওয়ানডে তেমন খেলার সুযোগ পাননি। গত ৪ বছরে মাত্র ১০ ওয়ানডে খেলেছেন এ আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে গ্যাবায় সুযোগ পেতে যাচ্ছেন তিনি। তবে অলরাউন্ডার মিচেল মার্শকেও বিশ্রাম দেয়া হয়েছে এ ম্যাচে। সেক্ষেত্রে দলে আসতে পারেন পেসার কেন রিচার্ডসন কিংবা জন হ্যাস্টিংস। অসি ব্যাটিংকে মোকাবেলার জন্য ভারতীয় দলেও পরিবর্তন আসতে পারে। পেসাররা প্রথম ম্যাচে সফল হলেও স্পিনাররা ছিলেন ব্যয়বহুল। সেজন্য ইতোমধ্যেই ফিটনেস টেস্টে পাস করা পেসার ইশান্ত শর্মাকে ভারতীয় একাদশে দেখা যেতে পারে। সেটা না হলে অলরাউন্ডার হিসেবে ঋষি ধাওয়ান একটা সুযোগ পেতে পারেন, হতে পারে অভিষেক। এ ম্যাচে বিরাট কোহলির জন্য অপেক্ষা করছে একটি মাইলফলক। ৭৮ রান করলেই তিনি ওয়ানডেতে ৭ হাজার রানের মালিক হবেন।
×