ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করদাতাদের উদ্বুদ্ধকরণে সংলাপ

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জানুয়ারি ২০১৬

করদাতাদের উদ্বুদ্ধকরণে সংলাপ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ করনেট সম্প্রসারণ ও করদাতাদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে রাজস্ব সংলাপ ২০১৬। বৃহস্পতিবার সকালে সৈকত পারের হোটেল সীগালের সম্মেলন কক্ষে কক্সবাজারের স্টকহোল্ডার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের এ সংলাপ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে রাজস্ব আদায়ে প্রচার ও প্রসার বৃদ্ধি, রাজস্ব প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণের প্রতি গুরুত্বারোপ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সংলাপে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে করদাতাদের উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমান। পানির চেয়েও জ্বালানি তেলের দাম কম অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেলের মূল্য পানির বোতলের চেয়েও কমে যাওয়ার আশঙ্কা করছেন ইউরোপের জ্বালানি বিশেষজ্ঞরা। মেট্রো নিউজের খবরে বলা হয়, এভাবে দাম কমতে থাকলে এক সময় পানির চেয়েও নিম্ন দরের হয়ে যাবে জ্বালানি তেল। গত বছর ডিসেম্বরের শুরুতেই জ্বালানি তেলের মূল্য প্রায় ৩০ শতাংশ কমে গেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এটা আরও নেমে যেতে পারে। ব্রিটিশ মোটর সার্ভিস সেন্টার প্রতিষ্ঠান আরএসি জানিয়েছে, যুক্তরাজ্যে এভাবে চলতে থাকলে ০.৮৬ পাউন্ডে এক লিটার জ্বালানি তেল বাজারে পাওয়া যেতে পারে। তবে এমনটি হতে পারে কেবলমাত্র পাউন্ডের বাজার দর যদি না পড়ে। ২০০৯ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বাজারে জ্বালানি তেলের মূল্য ১ পাউন্ডের নিচে নেমে এসেছে।
×