ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিংহভাগ বাজার দখল করতে চায় মার্সেল

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জানুয়ারি ২০১৬

সিংহভাগ বাজার দখল করতে চায় মার্সেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ইলেকট্রনিক পণ্যের সিংহভাগ বাজার দখলের লক্ষ্যে নতুন বছরের শুরুতে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। বিগত বছরগুলোতে অর্জিত প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চলতি বছরে ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালকে তারা নিয়েছে ‘চ্যালেঞ্জিং ইয়ার’ হিসেবে। এ লক্ষ্যে বছরের শুরুতেই উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে বিপণন কৌশল প্রতিটি ক্ষেত্রেই মার্সেল গ্রহণ করেছে ব্যাপক কর্মপরিকল্পনা। পণ্যমান উন্নয়নে জোরদার করা হয়েছে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম। বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ঢেলে সাজানো হয়েছে মার্সেলের সার্ভিস পয়েন্টগুলোকে। জানা গেছে, পণ্য উৎপাদনে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করা, বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা এবং সর্বোপরি দেশের প্রায় সর্বত্র বিক্রয়কেন্দ্র থাকায় যাত্রা শুরুর মাত্র কয়েক বছরেই ক্রেতাদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে মার্সেল ব্র্যান্ডের পণ্য। দেশের ভিতরেই নিজস্ব কারখানায় তৈরি মার্সেলের ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, জেনারেটরসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস অতি অল্প সময়ে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মার্সেল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ৩০ থেকে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে দেশীয় প্রতিষ্ঠানটি। চলতি বছরেও ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন বছরের শুরুতেই মার্সেল ব্র্যান্ডের প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে রিচার্জেবল ল্যাম্প, ওয়াটার পিউরিফায়ার, ইন্ডাকশন কুকার, রিচার্জেবল ফ্যান, গ্যাস স্টোভ, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, এলইডি বাল্ব, ইলেকট্রিক স্যুইচ, সকেট ও ফ্যান রেগুলেটর। পারসোনাল কম্পিউটার রফতানি হ্রাস অর্থনৈতিক রিপোর্টার ॥ চাহিদা কমায় ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে পার্সোনাল কম্পিউটারের জাহাজীকরণ রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশ। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির মতে, বড়দিনের মতো উৎসব থাকার পরও গেলো প্রান্তিকে পার্সোনাল কম্পিউটারের জাহাজীকরণ এত কম হয়েছে, যা হতাশাজনক। এ্যাপল, এ্যাসার, আসুস কিংবা ডেল, এ সময়ে সব ব্র্যান্ডের পার্সোনাল কম্পিউটারের বিক্রি কমেছে। মূলত স্মার্টফোন আর ট্যাবলেটের কারণে বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে পার্সোনাল কম্পিউটার। চীনে রফতানি বাড়ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের রফতানি গত ডিসেম্বরে অপ্র্যাশিতভাবে বেড়েছে। দেশটির রফতানির পরিমাণ এ মাসে ৭ দশমিক ১ শতাংশ কমে যাবে বলে পূর্বাভাস করা হয়েছিল। তবে এ মাসে এর পরিমাণ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। আর আমদানির পতনও কিছুটা সংযত হয়েছে। মূলত দেশটির মুদ্রা দুর্বল হওয়ায় বাণিজ্যের প্রবৃদ্ধি ঘটছে। স্থানীয় সময় বুধবার ব্লুমবার্গ বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, ইউয়ান দুর্বল হওয়ায় গত ডিসেম্বরে চীনের রফতানির চালান বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ বলে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে গত নবেম্বর রফতানি ৩ দশমিক ৭ শতাংশ কমে। চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, টানা ১৪ মাস দেশটির আমদানি কমছে।
×