ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের অগ্রগতির জন্য শিল্পায়নের বিকল্প নেই ॥ ড. ফরাসউদ্দিন

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জানুয়ারি ২০১৬

দেশের অগ্রগতির জন্য শিল্পায়নের বিকল্প নেই ॥ ড. ফরাসউদ্দিন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দেশের অগ্রগতির জন্য শিল্পায়নের বিকল্প নেই। কিন্তু সিলেট এক্ষেত্রে পিছিয়ে। শিক্ষা ও শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। বৃহস্পতিবার সকালে সিলেট চেম্বারের হলো রুমে আয়োজিত সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রমুখ। মূল প্রবন্ধে ড. ফরাসউদ্দিন বলেন, সিলেট খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। এ অঞ্চলে রয়েছে গ্যাসের বিপুল ভা-ার। তেল, কেরোসিন, কয়লা, পাথর, বালির মজুদ রয়েছে। এছাড়া সম্প্রতি ইউরেনিয়াম পাওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। এছাড়া রাবার, আগরের কাঁচামালসহ অনেক শিল্পের কাঁচামালই সিলেটে রয়েছে। এছাড়া দেশে বার্ষিক গড়ে যে ১৫ শ’কোটি টাকা বৈদেশিক মুদ্রা আসে তার বড় অংশই পাঠাচ্ছেন সিলেটবাসীরা। তবে এ অর্থের বড় অংশই ব্যয় হচ্ছে অর্থহীন বাহারি অট্টালিকা আর বড় শপিংমলে। সিলেটে জমাকৃত ব্যাংক ডিপোজিটের এক চতুর্থাংশও বিনিয়োগে ব্যবহার হচ্ছে না। ড. ফরাসউদ্দিন বলেন, এক সময়ে সিলেট পুরো দেশের মধ্যে শিক্ষায় এগিয়ে ছিলো। এখন লেখাপড়ার ক্ষেত্রে সিলেটের অবস্থা অনেক খারাপ। শিক্ষায় বিনিয়োগকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নতি না হলে সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, পর্যটনখাতে সমন্বিত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শ্রীমঙ্গলে চা বোর্ডের প্রধান কার্যালয় ও নিলাম কেন্দ্র স্থাপন, শিল্পজাত পণ্য প্রক্রিয়াজাত করতে প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান। এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে সিলেটের শিল্পখাতে অগ্রগতির বিশাল সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষত সিলেটে পর্যটন শিল্পের প্রসার সম্ভাবনা গগনচুম্বি বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো সুরক্ষার দাবি জানান।
×