ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাসুদ আজহারকে হস্তান্তরের দাবি জানাবে ভারত

প্রকাশিত: ০৪:১৪, ১৫ জানুয়ারি ২০১৬

মাসুদ আজহারকে হস্তান্তরের দাবি জানাবে ভারত

পাঠানকোট হামলা নিয়ে ভারতের দেয়া তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর দফতর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, পঠানকোট হামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জইশ-ই-মোহাম্মদের বেশকিছু সদস্যকে ধরা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জইশের বেশকিছু দফতর। খবর আনন্দবাজার পত্রিকার। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, আটকদের তালিকায় রয়েছে খোদ জইশ-প্রধান মাওলানা মাসুদ আজহার ও তার ভাই মুফতি আব্দুল রউফ। মাসুদকে কোন গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে পঠানকোটে হামলার ঘটনা নিয়ে জেরা করছেন পাক গোয়েন্দারা। কিন্তু সরকারীভাবে মাসুদ প্রশ্নে ইসলামাবাদ এখনও নিশ্চুপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, পাক সংবাদমাধ্যম থেকে খবরটি পেয়ে এর সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। মাসুদকে ধরার খবর সত্যি হলে নিঃসন্দেহে সেটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সেক্ষেত্রে মাসুদকে ভারতের হাতে তুলে দেয়ার আবেদন জানাবে দিল্লী। তবে এর আগেও মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভিকেও আটক করেছিল পাকিস্তান। তার বিরুদ্ধে সব ধরনের প্রমাণ দেয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ‘প্রমাণের অভাবের’ কথা বলেই তাকে ছেড়ে দেয় পাক প্রশাসন। ফলে এবারও বিষয়টি আপাতত ধামাচাপা দিতেই মাসুদকে নিরাপদ সরকারী আশ্রয়ে নিয়ে যাওয়া হলো কিনা, সে বিষয়টি খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জঙ্গী হামলার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রশাসনের মনোভাবকে এখন পর্যন্ত ইতিবাচক বলেই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চার দশকের ছন্দপতন ১৯৭৪ সালের পর থেকে প্রতিবছরই মানুষ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেছে। তবে সেই ছন্দে বাধা পড়েছে ২০১৫ সালে। কারণ গত বছর নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মাউন্ট এভারেস্টের পথ। এপ্রিলে ৭.৮ মাত্রার ওই ভূমিকম্পে তুষারধসে মারা যায় ২৪ জন পর্বতারোহী। -ওয়েবসাইট হাইওয়ে চুরি! রাশিয়ায় পুরো একটি হাইওয়েই গায়েব করে দিয়েছে চোর! পুলিশের দাবি, রাতারাতি নয়, এই ‘পথ চুরি’ চলেছে এক বছর ধরে। এ ঘটনায় মস্কোর পুলিশ আটক করেছে এক পদস্থ সরকারী কর্মীকে। পুলিশ বলেছে, আসলে ওই রাস্তায় লাগানো কয়েক হাজার কংক্রিট স্লাব তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে চোর। -এনবিসি নিউজ
×