ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই বছর পর মুক্ত বিএনপি নেতা খন্দকার মোশারফ

প্রকাশিত: ০৮:২৯, ১৪ জানুয়ারি ২০১৬

দুই বছর পর মুক্ত বিএনপি নেতা খন্দকার মোশারফ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ জানুয়ারি ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ড. খন্দকার মোশারফ হোসেনের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান জানান, ড. খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালে মানি লন্ডারিং আইনে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। এর পর ওই বছর ১২ মার্চ তার গুলশানের বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ১০ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ ড. মোশারফ হোসেনকে জামিনের আদেশ দেন। মুক্তিলাভের পর ড. মোশারফ হোসেন জেল গেটে সাংবাদিকদের জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো আইনের মাধ্যমেই মোকাবেলা করবেন। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
×