ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওলামাদের সঙ্গে মতবিনিময়

ইসলামের নামে সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৮:২৫, ১৪ জানুয়ারি ২০১৬

ইসলামের নামে সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না ॥ শাজাহান খান

স্টাফ রিপোর্টার ॥ ইসলামের নামে যারা সন্ত্রাস করে তাদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাস করে, তাদের বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতাদের সঙ্গে আলেম-ওলামাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নৌ-মন্ত্রী বলেন, আজ বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চায়। এদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম-ওলামাসহ যারা আছেন তারাও এই আন্দোলনের অংশীদার। তিনি আরও বলেন, আমরা বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ-গণবিচার মঞ্চ করতে চাই। আগামী ৩১ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করব বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সভায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের একজন ছিলাম। ওই সময় অনেক ওলামায়ে কেরামও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ফরীদ উদ্দীন মাসউদ বলেন, যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তৃণমূল পর্যায়ে যতটুকু খবর আছে, তাদের মাজা ভেঙ্গে গেছে। গণবিচার মঞ্চের আন্দোলনের মাধ্যমে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সভায় সিনিয়র সাংবাদিক ও সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আবেদ খান বলেন, ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে আইনগতভাবেই করতে পারি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ-গণবিচার নেতাদের সঙ্গে আলেম ওলামারা একমত হয়েছেন। তারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণবিচার আন্দোলনে যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, যুগ্ম-আহ্বায়ক ইসমত কাদির গামা, সদস্য সচিব কামাল পাশা চৌধুরী, সদস্য সচিব কামরুল আলম সবুজ, মাওলানা আব্দুল আলীম ফরিদী, ব্যারিস্টার জুনুদ উদ্দিন যাকতুম, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা আবুল ফাতাহ কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
×