ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেসরকারী হজ প্যাকেজ

এবার কোরবানি বাদে জনপ্রতি খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা

প্রকাশিত: ০৮:০৪, ১৪ জানুয়ারি ২০১৬

এবার কোরবানি বাদে জনপ্রতি খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছর পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বেসরকারী ব্যবস্থাপনায় এ বছর হজ করতে জনপ্রতি কোরবানি বাদে খরচ হবে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে বুধবার সকালে সংবাদ সম্মেলনে বেসরকারী এ হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁদ দেখাসাপেক্ষে ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন পবিত্র হজব্রত পালন করতে সৌদিতে যেতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৫ হাজার এবং বেসরকারী ব্যবস্থাপনায় যাবে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন। ইব্রাহিম বাহার জানান, ১৭ জানুয়ারি থেকে ৩০ মের মধ্যে সরকার নির্ধারিত ফি (৩০ হাজার টাকা) জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সিগুলো হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে। তবে হজ প্যাকেজ ঘোষিত টাকা সম্পূর্ণ পরিশোধ করা সাপেক্ষে পিলগ্রিম (হজ) আইডি প্রদান করা হবে। সব হজযাত্রীকে হজের সমুদয় অর্থ (কিস্তি প্রযোজ্য) ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
×