ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১৭, ১৪ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

প্রতিবন্ধী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জানুয়ারি ॥ ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামের (১৬) বছরের এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে একই গ্রামের শাহাজাদা খান (৬০) তার বাবার নাম মৃত-জহের আলী খান। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। মঙ্গলবার দুপুরে ধর্ষিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে ঘটনার দুইদিন পর পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পুলিশ জানায়, ঘাটাইল উপজেলা সাইটশৈলা গ্রামে প্রতিবন্ধী মেয়ে একই গ্রামের মৃত জহের আলী খানের ছেলে শাহাজাদা খানের বাড়িতে ওই মেয়ে জলপাই আনতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে ভয়-ভীতি দেখিয়ে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে মেয়েটি তার মাকে বিষয়টি জানায়। এলাকার লোক ঘটনাটি জানার আগেই ধর্ষক পালিয়ে যায়। ধর্ষিত প্রতিবন্ধীর মা বাদী হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। ইউপি চেয়ারম্যান পদশূন্য নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জানুয়ারি ॥ সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বুধবার গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান শূন্য ঘোষণার কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা গেছে, নানা অনিয়ম-দুর্নীতি ও সরকারের কাজে অসহযোগিতার অভিযোগে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমের বিরুদ্ধে পরিষদ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গৃহীত হওয়ায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। যুবক উদ্ধার ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জানুয়ারি ॥ জেলায় অপহৃত রফিকুল ইসলাম জনিকে (২৮) একদিন পর বুধবার ভোরে সদর উপজেলার সুন্দরজান মোড় এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান (২৫) ও রতন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করা হয়। অপহৃত রফিকুল ইসলাম জনি গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মাস্তা গ্রামের নিজামুল ইসলাম বাবুর ছেলে। যুবকের আত্মহত্যা সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় বিষপান করে গোলজার হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গোলজার হোসেন নয়াপুর গ্রামের মৃত মনিরুল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার না করে পরিবারের কোন ধরনের আপত্তি না থাকায় নিহতের লাশ কবর দেয়ার অনুমতি দেন থানা পুলিশ। কলেজছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ কুমার নদে ডুবে মারা গেছে কলেজছাত্র পার্থ পোদ্দার (১৭)। বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুই বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৩ জানুয়ারি ॥ দুই বাল্যবিয়ে বন্ধ করলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন। বুধবার দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় এই বিয়ে দু’টি বন্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেয়ারম্যান মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী জিয়াউল হক দুলাল। জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের সামশুল আলমের মেয়ে কেলিশহর উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ফারজানা আকতার (১৬) এবং একই গ্রামের ডা. রায়মোহন রায়ের বাড়ির তপন দে’র মেয়ে সোনিয়া দে (১৬)’র বাল্যবিয়ের সব আয়োজন করে। পাঁচ ছিনতাইকারী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে ছিনিয়ে নেয়া স্বর্ণসহ পাঁচ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে কক্সবাজার সরকারী কলেজ গেট এলাকা থেকে এদের আটক করা হয়। আটকরা হচ্ছে, টেকপাড়া হাঙ্গরপাড়ার মোস্তফা কামাল, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম, বেলাল হোসেন ও মোহাজেরপাড়ার জয়জীৎ বড়ুয়া। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টায় রাজারকুলের উমখালীর বিন্দু ধরের ছেলে শিমুল ধর টমটম গাড়ি নিয়ে কক্সবাজার আসার পথে তার উপর হামলে পড়ে।
×