ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:১৬, ১৪ জানুয়ারি ২০১৬

টঙ্গীবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কিল ঘুসি মেরে ছাত্র-ছাত্রীদের আহত করা, ভর্তি, ফরম পূরণে বাণিজ্য ও প্রধান শিক্ষকের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী স্কুলের পাশের হাসাইল কালিবাড়ি সংযোগ সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে টঙ্গীবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম নাসিমউদ্দিন মাহতাব মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী পারভেজকে কিল-ঘুসি মেরে গুরুতর আহত করে। এ সময় ওই শিক্ষকের হামলায় ওই ছাত্রের গলা ও গালে রক্তাক্ত জখম হয়। এর গত প্রায় ১৫ দিন আগে ওই বিদ্যালয়ের অপর এসএসসি পরিক্ষার্থী রবিনকেও কিল-ঘুসি মেরে আহত করে প্রধান শিক্ষক। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক প্রতিনিয়ত তুচ্ছ কারণে ছাত্র এমনকি ছাত্রীদেরও গায়ে হাত দিয়ে কিল-ঘুসি মেরে গুরুতর জখম করে। শিক্ষক বেতের পরিবর্তে কেচি ও খুর নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে ঘোরাফেরা করে। কোন ছাত্রের একটু চুল বড় হলে নিজেই কেচি দিয়ে তা কেটে দেয় এবং খুর দিয়ে ভয় দেখায়। এছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ফ্রি ১৪০৫ টাকা হলে ছাত্র-ছাত্রীদের কাছ হতে ৪৭০০ টাকা আদায় করে বলে ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানান। প্রতিক্লাসে ভর্তি ফি বাবদ আদায় করা হচ্ছে ১২৫০ থেকে ১৩৫০ টাকা। গরিব ছাত্র-ছাত্রীরা ৫০ টাকা কম দিলেও তাদের ভর্তি না করে স্কুল থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক স ম নাসিমউদ্দিন মাহতাব জানান, যাই হয়েছিলো মিটমাট হয়ে গেছে রির্পোট করার দরকার কী? অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে তিনি জানান, এটা স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নেয়া হয়েছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভর্তি ফি এতো টাকা না। সঠিক ভর্তি ফি এর বেশি নিলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মোরেলগঞ্জে শ্রমিক লীগ আ’লীগের দুই নেতাকে কুপিয়ে জখম গৃহবধূকে গণধর্ষণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে শ্রমিকলীগ ও আ’লীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই রাতে এক গৃহবধূকেও গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা ও থানা পুলিশ জানায়, দুর্বৃত্তরা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি (৩৮) ও আওয়ামী লীগ কর্মী লোকমান হোসেন হাওলাদারকে (৪৮) মাদ্রাসা বাজার এলাকায় একটি মৎস্য ঘেরে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। জখমীদের পুলিশের সহযোগিতায় উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘের থেকে মাছ লুট ও ঘের দখলে বাঁধা দিলে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান হাসিবুর রহমান শান্তসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম। এ মারধরের ঘটনার প্রায় ৪ ঘণ্টা পরে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। ধর্ষিতা গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে সংঘর্ষ ॥ যুবকের পা বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে বুধবার সকালে দু’গ্রুপের হামলা ও সংঘর্ষে এক যুবকের পা বিচ্ছিন্নসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের জয়ধর খান ও জাকির হাওলাদার গংয়ের সঙ্গে সম্প্রতি জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে জয়ধর খান তার ১৫-২০ সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জাকির হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় জাকিরের সমর্থকেরাও পাল্টা হামলা চালালে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময় জয়ধরের সমর্থকদের হামলায় প্রতিপক্ষের মিজানুর রহমানের (৩০) একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ফরিদপুরে পাওনার দাবিতে নকলনবিশ সমিতির সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ বিভিন্ন শূন্যপদে নিয়ম বহির্ভূত নিয়োগ বন্ধ ও ১১ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে সমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) সমিতি, ফরিদপুর জেলা শাখা। বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা নকলনবিশ সমিতির সভাপতি আব্দুল আলীম মিয়া, সহ-সভাপতি আজহারুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মনিরুল হক চাঁদ।
×