ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভূঞাপুরে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৭:১৬, ১৪ জানুয়ারি ২০১৬

ভূঞাপুরে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জানুয়ারি ॥ ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা গ্রামের স্মরণ দত্তের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকা- ঘটে। জানা গেছে, ফলদা হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী সর্বজনীন কালিপূজা মঙ্গলবার থেকে শুরু হয়। এ উপলক্ষে এলাকার হিন্দু সম্প্রদায় ফলদা কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে সমবেত হয়। কালিপূজা চলাকালে রাত ১২টার দিকে চিৎকার শুনে লোকজন গিয়ে দেখে পূজা উদযাপন কমিটির সভাপতি স্মরণ দত্তের বসতঘর আগুনে জ্বলছে। দ্রুত খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরের সব আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। স্মরণ দত্ত জানান, তার বাড়ির সদস্যরা কালিপূজা উপলক্ষে ঘর তালাবদ্ধ করে কালিমন্দিরে ছিলেন। খালিবাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছেন বলে তিনি জানান। কারণ ইতোপূর্বে কেন্দ্রীয় কালি মন্দির, ঘোষবাড়ি কালি মন্দির, সাবেক চেয়ারম্যান মৃত শ্যাম শংকর দত্তের বাড়িসহ ৮বার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে কোন উল্লেখযোগ্য তদন্ত করে অপরাধী শনাক্ত না করার কারণে তারই ধারাবাহিকতায় নবমবারের মতো এই অগ্নিকা-ের ঘটনা ঘটানো হয় বলে স্থানীয়রা জানান। রাতেই ভূঞাপুর পৌর মেয়র মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) নিরঞ্জন কুমার সরকার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল কবীর, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানাসহ ভূঞাপুর ও গোপালপুরের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাগেরহাটে বিএনপির ৩৫ নেতাকর্মীর কারাদ- স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে প্রধানমন্ত্রীর ছবি ও আ’লীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ঘরবাড়িতে হামলা এবং মারধরসহ গুলি করার পৃথক দু’টি মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুসহ ৩৫ নেতাকর্মীকে ৩ বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেন আদালত। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ রায় দেন। ২০১৩ সালের ১০ আগস্ট মুক্ষাইট ও ২০ আগস্ট গোটাপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আ’লীগ নেতা আব্দুল গফ্ফার ও মিজানুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে পৃথক মামলা করেন। রায়ের সময় আদালতে আলী রোজা বাবুসহ ১৮ জন অনুপস্থিত ছিলেন। কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। ২০১৩ সালের ২২ জুন কুতুবদিয়া থানায় দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ (চার্জশীট) আদালতে আমলে নেয়া হয়। ফৌজদারি মামলায় চার্জশীটভুক্ত আসামি হওয়ায় সংশিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
×