ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গজারিয়ায় ইউপি নির্বাচন দাবিতে প্রতীকী হরতাল

প্রকাশিত: ০৭:১৫, ১৪ জানুয়ারি ২০১৬

গজারিয়ায় ইউপি নির্বাচন দাবিতে প্রতীকী হরতাল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ জানুয়ারি ॥ ফুলছড়ি উপজেলার সাবেক হেড কোয়ার্টার গজারিয়া ইউনিয়নের নির্বাচন দাবিতে বুধবার সেখানে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী প্রতীক হরতাল পালন করা হয়। হরতালের শেষ পর্যায়ে একদল লোক মিছিল করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনতোষ রায় মিন্টুর ছোট ভাই দৈনিক সমকালের ফুলছড়ি প্রতিনিধি ভবতোষ রায় মোনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যামেরা ছিনতাই এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল ভাংচুর করে। এ সময় ফুলছড়ি থানার পুলিশ এসে ভাংচুর ঠেকানোর চেষ্টা করলে মিছিলকারীরা বিক্ষুব্ধ হয়ে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের অপসারণ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনতোষ রায় মিন্টু তার ইউনিয়নের জিয়াডাঙ্গা, গলনা ও ভাজনডাঙ্গাসহ ৩টি মৌজা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ইউনিয়নের সীমানা নতুন করে চিহ্নিত করার পর নির্বাচন দেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানান। এতে তার বিরোধী পক্ষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। বাগেরহাটে পাঁচ বসতঘর ও গোডাউনে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শহরের রেলস্টেশন এলাকায় বুধবার রাতে আগুনে ৫টি বসতঘরসহ কোকোলা ফুড প্রোডাকশনের একটি গোডাউন ভস্মীভূত হয়েছে। অগ্নিকা-ের পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। তৎক্ষণে শাহ বাবু (৬৫) বাসাবাড়িতে বসবাসরত তাসলিমা বেগম, মনোয়ারা বেগম, মহম শেখ, হাসিনা বেগম ও বাচ্চু পাহলানের বসত ঘর ও একটি গোডাউন পুড়ে যায়। অগ্নিকা-ে সর্বস্ব হারানো হতদরিদ্র পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন। দুর্বৃত্তের দেয়া আগুনে ‘অথবা’ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি।
×