ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রীকে এ্যাসিডে ঝলসে দিল সাবেক স্বামী

প্রকাশিত: ০৭:১৪, ১৪ জানুয়ারি ২০১৬

কলেজছাত্রীকে এ্যাসিডে ঝলসে দিল সাবেক স্বামী

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৩ জানুয়ারি ॥ পাষ- সাবেক স্বামীর এ্যাসিড হামলায় মারাত্মক যখম হয়েছে কলেজছাত্রী নার্গিস আক্তার (২০)। এ্যাসিডের তীব্র যন্ত্রণায় দগ্ধ নার্গিসের চিকিৎসা চলছে এখন জয়পুরহাট আধুনিক হাসপাতালে। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের বারিধারা এলাকার। ঘটনাস্থলটি সদর থানার একেবারে বিপরীতে। পাষ- সাবেক স্বামী নার্গিসের ওপর হামলা করেই থেমে থাকেনি। নার্গিসের মা-বাবাসহ আত্মীয়দের অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে এখন। জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লার মৃত সফিউল্লাহ মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে দুই বছর আগে জয়পুরহাটের পাথুরিয়া গ্রামের মঙ্গল মালিথার পুত্র মাসুদ রহমানের বিয়ে হয়। বিয়ের কয়েকদিনের মাথায় স্বামীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে নার্গিস বাপের বাড়ি চলে আসে। এর এক বছর পর নার্গিস তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকেই মাসুদ নানাভাবে নার্গিস ও তার পরিবারের লোকজনকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। সংসারের অনটন এবং লেখাপড়ার খরচ চালানোর জন্য জয়পুরহাট শহীদ জিয়া কলেজের ডিগ্রী পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী নার্গিস আক্তার স্থানীয় শাহীন ক্যাডেট একাডেমিতে শিক্ষিকার চাকরি নিলেও সাবেক স্বামীর অত্যাচারে সেই চাকরিও চলে যায়। এরপর সে টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়ে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় বারিধারার এক বাসায় প্রাইভেট পড়াতে যাওয়ার সময় রাস্তা নির্জন পেয়ে ঐ পাষ- সাবেক স্বামী মাসুদ নার্গিসের ওপর এ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। নার্গিস এ্যাসিডের যন্ত্রণায় চিৎকার করতে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার মুখম-ল, হাতসহ বিভিন্ন স্থান এ্যাসিড দগ্ধ হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় সাবেক স্বামী মাসুদ রহমানকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অব্যাহতভাবে মাসুদ নার্গিসের বাবা, মা, বড় ভাইসহ আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে।
×