ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে পাঠানো হয়েছে কাফনের কাপড়

রামকৃষ্ণ মিশনপ্রধানসহ ৪ জনকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৭:১৪, ১৪ জানুয়ারি ২০১৬

রামকৃষ্ণ মিশনপ্রধানসহ ৪ জনকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ মানিকগঞ্জের বালিয়াটি রামকৃষ্ণের মিশনের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ ও সাটুরিয়া উপজেলার সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোরসহ চারজনকে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাহিনী টিম (এবিটি)। এ ব্যাপারে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন সমরেন্দু সাহা লাহোর। জানা গেছে, সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের ঠিকানায় ডাকযোগে একটি চিঠি আসে। ওই একটি চিঠির মধ্যেই বালিয়াটী রামকৃষ্ণের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ, সাটুরিয়া উপজেলা উদীচী শাখার সভাপতি আবুল হোসেন, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে কাফনের কাপড় পাঠিয়ে দেয়া হয় এবং বলা হয় তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাকো। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোরের সঙ্গে কথা হলে তিনি জানান, চিঠিটি মঙ্গলবার বিকেলে পেয়ে রাতে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, সাটুরিয়ার বালিয়াটি ডাকঘর থেকে এই চিঠিটি তাকে ডেলিভারি করা হয়েছে। চিঠির শুরুতে আরবি হরফ দিয়ে পরে কম্পিউটারের টাইপ এবং শেষের দিকে হাতের খেলাও রয়েছে। চিঠির মধ্যে কাফনের কাপড় পিন দিয়ে আটকিয়ে দেয়া হয়। চিঠিতে লেখা রয়েছে, ‘আল্লাহু আকবর। তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তোমরা পাপিষ্ট প্রতারক। এছাড়া ওই চিঠিতে আরও বলা হয়েছে আমাদের পরবর্তী টার্গেট তোমরা। প্রস্তুত থাকো’। তবে তিনি দাবি করেন এই চিঠিকে কোন জঙ্গী সংগঠনের কোন কার্যকলাপ হতে পাওে না। আনসারুল্লাহ বাংলা টিমের নামে স্থানীয় কোন ব্যক্তির পাঠানো হতে পারে বলে জানান। এ ঘটনা প্রসঙ্গে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম জানান, মানিকগঞ্জে এই জঙ্গী সংগঠনের অস্তিত্ব আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া যাদের চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গজারিয়ায় ৫ কর্মকর্তা প্রত্যাহারের দাবি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় একটি কোম্পানির নামে সরকারের ভূমি বরাদ্দ নিয়ে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলাটির হোসেন্দী বাজারের এই কর্মসূচী শেষে মিছিল হয়। মানববন্ধনে নেতৃত্বদানকারী মোবারক মেম্বার, বাদল মিয়া, কবির হোসেন ও কামরুল ইসলাম জানান, সাব-রেজিস্ট্রার শাহ আব্দুল আরিফ অবৈধভাবে দলিল রিজিস্ট্রি করে ভূমিহীনদের লিজকৃত এবং ব্যক্তি মালিকানা জমি খান ব্রাদার্সকে প্রদান করেছে। পরবর্তীতে ইউএনও মাহবুবা বিলকিস, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান, কানুনগো গোলাম মোস্তফা ও সার্ভেয়ার আবু বকরের সহযোগিতায় তা এমনটা করা হয়। তাই এই পাঁচ কর্মকর্তাকেই অপসারণের দাবি জানিয়েছে মানববন্ধনকারীরা। অন্যদিকে ইউএনও মহবুবা বিলকিস জানিয়েছেন, খাস জমি কোম্পানির নামে বন্দ্যোবস্ত প্রদানের এখতিয়ার ভূমি মন্ত্রণালয়ের। সেই অনুযাযী কোম্পানি নামে ভূমি বরাদ্দের পর সেলামীর সম্পূর্ণ অর্থ সরকারের কোষাগারে চালানের মাধ্যমে পরিশোধ করলে ভূমি মন্ত্রণালয়ের যথাযথ নির্দেশনায় স্থানীয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।
×