ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থীদের অনুদান

প্রকাশিত: ০৭:১৩, ১৪ জানুয়ারি ২০১৬

মেধাবী শিক্ষার্থীদের অনুদান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ১ হাজার ৭৭৭ শিক্ষার্থীকে বোর্ড ফি ও অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাগরণী চক্রের যশোর জোনের আওতায় ১ হাজার ৫৫৬ শিক্ষার্থীকে ২১ লাখ ৭ হাজার ২০ টাকা বোর্ড ফি এবং ২২১ শিক্ষার্থীকে ১১ লাখ ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে একটি শিক্ষানুরাগী পরিবারের উদ্যোগে গঠিত ‘ফুরজান ফাউন্ডেশনের’ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ, নোট বুক ও নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ফুলবাড়ী অডিটরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও। আমন চাল সংগ্রহ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ জানুয়ারি ॥ নালিতাবাড়ীতে ২০১৫-১৬ অর্থবছরে প্রকৃত চালমিল মালিকদের কাছ থেকে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে ওই সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল বাতেনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জিয়াউল হক, ফজলুর রহমান, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। কারেন্টজাল জব্দ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ জানুয়ারি ॥ যাত্রীবাহী লঞ্চ থেকে ৬ লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্ধ করা হয়েছে। মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা মেঘনা মোহনায় অভিযান চালিয়ে এসব কারেন্টজাল জব্দ করে। বুধবার বিকেলে জব্দকৃত কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
×