ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নটসম্রাট চরিত্রে নানা পাটেকর

প্রকাশিত: ০৭:০০, ১৪ জানুয়ারি ২০১৬

নটসম্রাট চরিত্রে নানা পাটেকর

বলিউডের সিনেমায় খুব একটা নিয়মিত নন নানা পাটেকর। তবে অভিনয়টা কিন্তু ছাড়েননি তিনি। এ পর্যন্ত যতগুলো সিনেমাতেই অভিনয় করেছেন সবগুলোতেই আলাদা করে দ্যূতি ছড়িয়েছেন। কখনও খুবই সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন। আবার কখনও কমেডি ধাচের চরিত্রে অভিনয় করে দর্শককে নির্মল বিনোদনের খোরাক যুগিয়েছেন। সম্প্রতি সিনেমার দুনিয়ায় আবার হইচই ফেলে দিয়েছেন তাঁর নতুন চলচ্চিত্র ‘নটসম্রাট’ দিয়ে। নানা পাটেকরের নতুন এই চলচ্চিত্রটি মারাঠি ভাষার যার চিত্রনাট্য গড়ে উঠেছে একটি জনপ্রিয় মারাঠি নাটক অবলম্বনে। থিয়েটারের একজন বর্ষীয়ান অভিনেতার জীবনের করুন ট্র্যাজেডি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। সেখানেই নানা পাটেকর অভিনয় করেছেন। সিনেমায় েেসই বর্ষীয়ান অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন নানা। যিনি তার শক্তিশালী অভিনয় দিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন। খ্যাতির শীর্ষে পৌঁছে হয়ে ওঠেন ‘নটসম্রাট’। তবে ব্যক্তিগত জীবনে এই নটসম্রাটই চূড়ান্ত রকমের অবহেলিত হন তাঁর নিজের সন্তানদের কাছ থেকেই। জীবনের শেষ প্রান্তে এসে ঘরছাড়া হন তিনি এবং তাঁর স্ত্রী। ‘নটসম্রাট’ গণপত রামচন্দ্র বেলওয়ালকরের ভূমিকায় অভিনয়ে দ্যূতি ছড়িয়েছেন নানা পাটেকর। মজার বিষয় হচ্ছে সিনেমাটির প্রযোজনায় ও আছেন তিনি। এছাড়া ও আরও অভিনয় করেছেন বিক্রম গোখলে এবং বিখ্যাত অভিনেতা এবং পরিচালক মহেশ মাঞ্জারেকর। ‘নটসম্রাট’ সিনেমার পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এবং চিত্রনাট্য এক কথায় অসাধারণ বলে রায় দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই মুক্তি পায় ‘নটসম্রাট’। সম্প্রতি এক সাক্ষাতকারে নানা পাটেকর বলেছেন, ‘অভিনয় আমার জন্য শুধু একটি পেশা নয়। এর মাধ্যমে আমি শ্বাস-প্রশ্বাস নিই, আমি বেঁচে আছি। আমি যখন যুবক তখন ‘নটসম্রাট’ নাটকে ড. শ্রীরাম লাগুর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আজ যখন নিজে এই চরিত্রে অভিনয় করছি তখন বুঝতে পারছি, এই বয়সে পৌঁছে স্টেজে গণপত আপ্পার ভূমিকায় অভিনয় করার মতো মানসিক এব শারীরিক এনার্জি আমার নেই।’ তবে মুখে এই কথা বললেও সিনেমাটি যারা দেখেছেন তারা বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে দশ কোটি রুপি। আঞ্চলিক ছবির হিসেবে নিঃসন্দেহে এটি একটি বড় অর্জন। নানার অভিনয় ক্যারিয়ারে একটি বড় মাইলফলক হয়ে থাকবে এই সিনেমাটি সেটি নিঃসন্দেহে বলা যায়। আনন্দকণ্ঠ ডেস্ক
×