ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ বিশ্বকাপ

বাংলাদেশে শিরোপা প্রদর্শন আজ ও কাল

প্রকাশিত: ০৬:৫৮, ১৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে শিরোপা প্রদর্শন আজ ও কাল

স্পোর্টস রিপোর্টার ॥ মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি২০ ক্রিকেট বিশ্বকাপ। এরআগে নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোতে শিরোপা প্রদর্শন করা হয়। শিরোপা নিয়ে যাওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজ ও শুক্রবার বাংলাদেশেও বিশ্বকাপের শিরোপা প্রদর্শন হবে। বুধবারই শিরোপা বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ শিরোপার এ বিশ্বভ্রমণকে ‘নিশান ট্রফি ট্যুর’ বলা হচ্ছে। এ শিরোপা সর্বপ্রথম আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডে যায়। ১৩ ও ১৪ ডিসেম্বর সেখানে প্রদর্শিত হয়। এরপর এক এক করে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, হল্যান্ড, জিম্বাবুইয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান হয়ে শিরোপা বাংলাদেশেও প্রদর্শন হবে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে ১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে অবস্থান হবে শিরোপার। এ বিশ্বকাপের শিরোপা কাছ থেকে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা। আজ ও শুক্রবার এ দু’দিন বসুন্ধরা সিটি শপিং মলে তা প্রদর্শনের জন্য রাখা হবে। একেবারে কাছ থেকে ট্রফির সঙ্গে ফটোসেশন করার সুযোগ পাবেন ক্রিকেটভক্তরা। বুধবার দুপর পৌনে ১টায় বসুন্ধরা সিটিতে এক বিফ্রিংয়ে একথা জানানো হয়। বিশ্বকাপ টি২০ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের এ শিরোপা যাতে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকরা দেখতে পারেন সে জন্য বসুন্ধরা সিটিতে তা প্রদর্শনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডই নাকি অনুরোধ করে। সে আহ্বানে সাড়া দিয়ে বসুন্ধরা সিটি এই মর্যাদাপূর্ণ ট্রফিটির প্রদর্শনীর ব্যবস্থা করেছে। এ প্রদর্শনীতে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তুলে নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ শিরোপার সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন। সিরিজ জয় না সমতা? বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ ক্রিকেট স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনর্ধ-১৯ ক্রিকেট দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ১৭৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল নয়টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি জিতলেই সিরিজ জয় হয়ে যাবে। প্রথম ওয়ানডের স্মৃতি থেকে যতদূর বোঝা গেছে তা খুবই সম্ভব। যদি ওয়েস্ট ইন্ডিজ ঘুরে না দাঁড়াতে পারে। তা যদি হয় তাহলে সিরিজে আসবে ১-১ সমতা। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে নামার আগে দুই দলের মধ্যকার এ সিরিজটি প্রস্তুতিমূলক সিরিজ। তাতে ভালভাবেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুবারা। প্রতিটি ম্যাচ জেতার যে লক্ষ্য আছে তাতে প্রথম ম্যাচে সেই স্বাদ মিলেছে। এখন দ্বিতীয় ম্যাচেও জেতার পালা। দলের অধিনায়ক মেহেদী মিরাজ সিরিজে লক্ষ্যের কথা জানাতে গিয়ে আগেই বলে দেয়, ‘তিন ম্যাচের সবগুলোই জয় পাওয়া আমাদের লক্ষ্য। জয় নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে আমাদের আত্মবিশ্বাস অনেক ভাল থাকবে।’ দুই দলের লক্ষ্যই এ সিরিজে ভাল করা। তা করতে পারলে যে বাংলাদেশে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে ভালভাবে নিজেদের ঝালাই করে নেয়া যাবে।
×