ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ

আলোচনায় কেবলই আমির

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জানুয়ারি ২০১৬

আলোচনায় কেবলই আমির

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার প্রথম টি২০ দিয়ে মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ড-পাকিস্তান স্বল্পদৈর্ঘ্যরে ক্রিকেট সিরিজ। যেখানে আর সব ছাপিয়ে আলোচনায় কেবলই মোহাম্মদ আমির! স্পট ফিক্সিংয়ের দায়ে পাওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন প্রতিভাবান এই পেসার। বল হাতে আমির কেমন করেন, সতীর্থ-প্রতিপক্ষ খেলোয়াড়রাই বা তাকে কিভাবে গ্রহণ করে, গোটা ক্রিকেট বিশ্বই সেটি দেখার অপেক্ষায়। তবে একটা বিষয়, ক্রমশ সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। ছোট্ট ফরমেটের অধিনায়ক শহীদ আফ্রিদি, এমনকি ঝামেলা বাধানো সেই আজহার আলি-মোহাম্মদ হাফিজ ইতোমধ্যে আমিরকে সম্ভাষণ জানিয়েছেন। তারকা অলরাউন্ডার ওয়াহাব রিয়াজসহ প্রতিপক্ষ শিবির থেকেও ইতিবাচক বার্তাই পাচ্ছেন ২৩ বছর বয়সী গতি-তারকা। ওয়াহাব বলেন, ‘সত্যি বলতে আমির ফেরায় দারুণ হয়েছে। অতীতেও প্রমাণ করেছে, দুর্দান্ত এক বোলার সে। ওর মধ্যে জিদ আছে, নিজেকে প্রমাণ করবেই। আমির দলে থাকায় পেসার হিসেবে আমার ওপর চাপ কমবে। সঙ্গে গুল ফিরছে। সব মিলিয়ে এই সিরিজে আমাদের পেস আক্রমণ হবে দুর্দান্ত।’ সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে ভরাডুবি হয় শ্রীলঙ্কার। কিন্তু পাকিস্তানের সেটি হবে না বলে মনে করেন ওয়াহাব। উল্টো কিউইদের হুমকি দিয়ে তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডকে আমরা শ্রীলঙ্কার চেয়ে কঠিন চ্যালেঞ্জ দেব। কারণ আমাদের পেস আক্রমণ সমৃদ্ধ। এই কন্ডিশনে যেটি স্বাগতিক ব্যাটসম্যানদের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’ ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে আলোচিত সেই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তৎকালীন অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ঘরোয়া ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরেন আমির। কায়েদ-ই আযম ট্রফি এবং বাংলাদেশের বিপিএলে দুরন্ত বোলিং করে সাড়ে পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন আমির। একজন এক্স-অপরাধীর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি-প্রশ্নে বিদঘুটে পরিস্থিতির তৈরি করেছিলেন আজহার ও হাফিজ। নিউজিল্যান্ডের ভিসা পাওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। সেসব কেটে গেছে। এখন মাঠে নামার দ্বারপ্রান্তে আমির। কিউই ক্রিকেটের বড় তারকা ব্রেন্ডন ম্যাককুলাম আমিরকে স্বাগত জানিয়ে বলেন, ‘তখন সে খুবই ছোট ছিল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেটে ফিরেছে। যদি আমাদের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পায় তবে মাঠে তাকে একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করব, না বোঝার বয়সে (১৭ বছর) যে ভুল সে করেছে, সেই আমিরকে আমরা মনে রাখব না। সে খুবই উঁচুমানের বোলার।’ মাঠে আমিরের বিপক্ষে খেলতে কিউইদের কোনই আপত্তি নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ড বোলিং কোচ দিমিত্রি মাসকেরানহাস। তিনি বলেন, ‘কে খেলবে, কে খেলবে না, সেটি দলের প্রশাসনের ব্যাপার। আমরা সবাই জানি, আমির দারুণ এক বোলার। ভুল সংশোধনের পর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সে আবার দলে ফিরে এসেছে। ওসব চিন্তা না করে আমরা বরং আমিরকে সামলানোর ছক কষতেই বেশি মনোযোগী।’ আফ্রিদি-আজহার-হাফিজ কিছুটা বিরূপ আচরণ দেখালেও শুরু থেকেই প্রধান কোচ ওয়াকার ইউনুসসহ বোর্ডের (পিসিবি) সহানুভূতি পেয়ে এই প্রত্যাবর্তন। মাত্র একদিনের অপেক্ষা। এবার করে দেখানোর চ্যালেঞ্জটা আমিরকেই নিতে হবে।
×