ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন মধ্যাঞ্চল এগিয়ে ২২৪ রানে

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জানুয়ারি ২০১৬

ওয়ালটন মধ্যাঞ্চল এগিয়ে ২২৪ রানে

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিএলের প্রথমদিন ৫ উইকেটে ৩০৩ রান করল ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয়দিন ৯১ রান যোগ করতেই অলআউট হয়ে গেল। তবে এরই মধ্যে আগেরদিন ৮৯ রানে ব্যাট হাতে থাকা শরিফুল্লাহ শতক করে ফেলেন। তাতে ৩৯৪ রান করে মধ্যাঞ্চল। এ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে দিন শেষ হওয়ার আগে ১৭০ রান করে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল এখনও ২২৪ রানে এগিয়ে রয়েছে। বিসিবি উত্তরাঞ্চলও ১৬১ রানে এগিয়ে রয়েছে। আগেরদিন ২৯১ রান করেছিল দলটি। দ্বিতীয়দিনে আরও ১০১ রান যোগ করে ৩৯২ রান করে উত্তরাঞ্চল। ৬২ রানে অপরাজিত থাকা আরিফুল হক শেষ পর্যন্ত শতক করেন। জবাবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করে। শতক করলেন শরিফুল্লাহ ॥ তানভির হায়দার আগেরদিনই শতক করেন। দ্বিতীয়দিন শতক করলেন শরিফুল্লাহও। ১২৪ বলে ১৫ চারে ১১৩ রান করেন শরিফুল্লাহ। তানভির-শরিফুল্লাহর ষষ্ঠ উইকেটে ১৭৮ রানের জুটিতে মধ্যাঞ্চল রানের পাহাড়ই গড়ে। তাতে করে শুরুতেই যেন বিপত্তিতে পড়ে যায় পূর্বাঞ্চল। তারাও ভাল করছে। লিটন কুমার দাসের অপরাজিত ৬১ রানে ৩ উইকেটে ১৭০ করে ফেলেছে। আজ লিটন ও ৩১ রানে ব্যাট করতে থাকা অলক কাপালী তৃতীয় দিনের খেলা শুরু করবেন। আরিফুলও শতক করলেন ॥ ফরহাদ হোসেনের পর বিসিবি উত্তরাঞ্চলের আরিফুল হকও শতকের দেখা পেলেন। ১৪০ বলে ১৬ চারে ১১৫ রান করেন আরিফুল। তার এ ইনিংসে উত্তরাঞ্চলও বড় সংগ্রহই স্কোরবোর্ডে যোগ করে। ৮ রানের জন্য ৪০০ রান হয়নি উত্তরাঞ্চলের। তবে দক্ষিণাঞ্চলও জবাবটা ভালই দিচ্ছে। দ্বিতীয়দিন শেষ হওয়ার আগেই ৫ উইকেটে ২৩১ রান করে ফেলেছে। ফজলে মাহমুদের ৭০, তৈয়বুর রহমানের অপরাজিত ৩৬ ও ফরহাদ রেজার অপরাজিত ৪১ রানে এগিয়ে চলেছে দক্ষিণাঞ্চল। এখনও ১৬১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে ॥ ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ম্যাচ-বগুড়া ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন ৩০৩/৫; তানভির ১০৮*, শরিফুল্লাহ ৮৯*; রাজু ৩/৪১ ও দ্বিতীয়দিন ৩৯৪/১০; ১১৬.২ ওভার (তানভির ১২৯, শরিফুল্লাহ ১১৩; রাজু ৫/৬৮, জায়েদ ৩/৮৯)। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস ১৭০/৩; ৫৫ ওভার (লিটন ৬১*, মুমিনুল ৩৩, কাপালী ৩১*, তাসামুল ২১। বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ম্যাচ-রাজশাহী বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন ২৯১/৬; ফরহাদ ১০৬, আরিফুল ৬২*; সোহাগ গাজী ২/৯৫ ও দ্বিতীয়দিন ৩৯২/১০; ১১৩ ওভার (আরিফুল ১১৫, সানজামুল ৪৬; সোহাগ ৪/১১১, রাজ্জাক ৪/১৬২)। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ২৩১/৫; ৭২ ওভার (ফজলে ৭০, তুষার ৪৭, তাইবুর ৩৬*, ফরহাদ রেজা ৪১*; সানজামুল ২/৬১)।
×