ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোহানেসবার্গে দ.আফ্রিকা-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু আজ

পেস স্বর্গে প্রোটিয়া-ইংলিশ লড়াই

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ জানুয়ারি ২০১৬

পেস স্বর্গে প্রোটিয়া-ইংলিশ লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু আজ। অতিথি ইংলিশরা ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় স্বাগতিক প্রোটিয়াদের জন্য এই ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ। ডারবানের প্রথম টেস্টে ২৪১ রানের বিশাল জয় দিয়ে শুরু করে এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। কেপটাউনে বেন স্টোকস ও হাসিম আমলার ডাবল সেঞ্চুরিময় রানবন্যার দ্বিতীয় ম্যাচ ড্র হয়। সেই অর্থে চাপটা স্বাগতিকদেরই বেশি। কারণ সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে জোহানেসবার্গে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটিকে জিততেই হবে। কথায় আছে টেস্ট হলো ‘বোলারদের খেলা’। এই ম্যাচটা তাই বেশ জমে উঠতে পারে। কারণ ঘাসে ভরা নিউ ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার অন্যতম বাউন্সি কন্ডিশন। আর দু’দলেই রয়েছে বিশ্বসেরা সব পেসার। জমবে লড়াই পেসারদের। যেখানে অগ্রভাগে থাকবেন অতিথি ইংলিশ তারকা জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন। অলরাউন্ডার হলেও বল হাতে কম যাবেন না বেন স্টোকস। প্রোটিয়াদের হয়ে ঝড় তুলবেন কাগিসো রাবাদা, মরনে মরকেল ও ক্রিস মরিসরা। তবে স্বাগতিকদের জন্য বড় দুঃসংবাদ ডেল স্টেইনের না থাকা। ইনজুরিতে আধুনিক দক্ষিণ আফ্রিকার সেরা এই পেসার। ডারবানে পাওয়া কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন এই গতি তারকা। ফলে তিনি দলের সঙ্গে জোহানেসবার্গেও আসতে পারেননি। কেননা কেপটাউনে তার পরীক্ষা চলছিল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, সেখানে স্টেইনের আরও কিছু স্ক্যান চলছে। কাঁধে আর কি সমস্যা আছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে ইনজুরিতে ভুগছেন ৮২ টেস্টে ৪০৬টি উইকেট নেয়া এই পেসার। এ নিয়ে দেশের হয়ে সর্বশেষ ৭ টেস্টের মধ্যে পঞ্চমটিতে মাঠে নামতে পারছেন না তিনি! ব্যাটিং সামর্থ্যে অবশ্য পিছিয়ে নেই কোন দলই। দক্ষিণ আফ্রিকা দলে আছেন হাসিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডুপ্লেসিস, কুইন্টন ডি’কক ও ডিন এলগারের মতো উইলোবাজ। যদিও একাধিক বড় তারকার অফ-ফর্মের কারণেই গত ভারত সফরে ভরাডুবি হয়েছিল প্রোটিয়াদের। ঘরের মাটিতে প্রথম টেস্টেও ছিল একই অবস্থা। তবে দ্বিতীয় ম্যাচে দুরন্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন আমলা। ২০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে কার্যত একাই ম্যাচ বাঁচিয়েছিলেন (ড্র) ৩২ বছর বয়সী মুসলিম তারকা। ৬ নম্বরে নেমে সেঞ্চুরি (অপরাজিত ১০২) পেয়েছিলেন তেম্বা বাভুমা। টেস্ট অভিষেকেই ৬৯ রানের আশাজাগানিয়া ইনিংস খেলেন অলরাউন্ডার ক্রিস মরিস। ফার্স্টক্লাস ক্রিকেটে আলো ছড়ানো বাবা উইলি মরিসকে ছাড়িয়ে যেতে চান ২৮ বছরের এই ট্রান্সভাল অলরাউন্ডার। ধুরন্ধর ডি ভিলিয়ার্স ব্যাট হাতে নিজের দিনে কি করতে পারেনÑ সেটিও বোধহয় নতুন করে বলার প্রয়োজন নেই। ব্যাটিংয়ে জবাবটা সেয়ানে সেয়ানে দেয়ার ক্ষমতা রাখে ইংলিশরা। অতিথিদের ভা-ারে বড় অস্ত্র অবশ্যই অধিনায়ক কুক। আধুনিক ইংল্যান্ডের অন্যতম সেরা উইলোবাজ তিনি। আছেন জো রুটের মতো সময়ের সেরা পারফর্মার, প্রতিভাবান নিক কম্পটন, জনি বেয়ারস্টো, এ্যালেক্স হেলস ও মঈন আলি। যার কথা আলাদা করে বলতে হয় তিনি আগের ম্যাচের ‘ডাবল সেঞ্চুরিয়ান’ বেন স্টোকস। ছয় নম্বরে নেমে মাত্র ১৯৮ বলে ৩০ চার ও ১১ ছক্কায় ২৫৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে গোটা ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দেন কিউই বংশোদ্ভূত ২৪ বছরের এই ইংলিশ অলরাউন্ডার। আলাদা করে আলোচনায় ডি ভিলিয়ার্স। নির্ভার ব্যাটিংয়ের লক্ষ্যে আগের ম্যাচে হুট করেই টেস্টের দায়িত্ব ছাড়েন আমলা। ওয়ানডের পাশাপাশি সাদা পোশাকে এখন দক্ষিণ আফিকার নেতৃত্বে ধুরন্ধর ডি ভিলিয়ার্স। তাকে ঘিরেই ভবিষ্যত দেখছে ‘নাম্বার ওয়ান’ প্রোটিয়ারা।
×