ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা

প্রকাশিত: ০৬:৫১, ১৪ জানুয়ারি ২০১৬

আজ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে প্রবৃদ্ধি জোরালো করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ঋণের সুদ হার কমানোর ইঙ্গিত আসতে পারে নয়া মুদ্রানীতিতে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংক গবর্নর ড. আতিউর রহমান নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ২২ শতাংশ। নবেম্বর এবং ডিসেম্বরেও এ প্রবৃদ্ধি একইরকম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাজারে ঋণ চাহিদা না থাকায় ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারেনি বলে জানিয়েছেন শীর্ষ ব্যাংকাররা। তারা বলছেন, বর্তমানে ব্যাংকিং খাতে এক লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তারল্য রয়েছে। সরকার চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে রাখার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে প্রবৃদ্ধি জোরালো করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জন বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে লক্ষ্য অর্জন করা যায়, এ নিয়ে পর্যালোচনা করছি। রাজস্ব আদায় পদ্ধতি আরও আধুনিক হবে ॥ এনবিআর চেয়ারম্যান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সকলের সহযোগিতায় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাতে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজস্ব আদায়কে আরও যুগোপযোগী এবং আধুনিকায়ন করা হবে। এনবিআর চেয়ারম্যন বুধবার চট্টগ্রামে কর আইনজীবী সমিতির সঙ্গে সংলাপ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই সংলাপ। এতে কর আইনজীবীরাও তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে ২৫ বছরের সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ৬৮ জন কর আইনজীবীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সমিতির সভাপতি মোঃ মুসার সভাপতিত্বে রাজস্ব সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআর সদস্য মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ আবদুর রাজ্জাক, বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন, বিএমপি কমিশনার আবদুল জালল ম-ল, কর কমিশনার (আপীল) কাজী ইমদাদুল হক প্রমুখ। রাজশাহীতে এসএমই পণ্যমেলা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ৫ দিনব্যাপী এসএমই পণ্যমেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনির হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মনিরুজ্জামান। পাঁচ দিনব্যাপী এই মেলায় রাজশাহী অঞ্চলের উদ্যোক্তাদের নিয়ে ৩৫ স্টল রয়েছে। হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের নিউ ফিল্ডে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্যমেলা। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ফিল্ডে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির।
×