ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোশাক শিল্পের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৬:৫০, ১৪ জানুয়ারি ২০১৬

পোশাক শিল্পের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের তৈরি পোশাক শিল্পকে আরও সমৃদ্ধ করতে একই ছাদের নিচে ৩টি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এ প্রদর্শনী চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। ‘গার্মেন্টস বাংলাদেশ ২০১৬’, ‘ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো ২০১৬’ শীর্ষক এ প্রদর্শনী ৩টি বুধবার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর মধ্যে গার্মেন্টস বাংলাদেশ প্রদর্শনীটি ১৫তম আন্তর্জাতিক প্রদর্শনী। আর ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার ও গ্যাপেক্সপো সপ্তম আন্তর্জাতিক প্রদর্শনী। জাকারিয়া ট্রেড এ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড এ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ গার্মেন্টস এ্যাক্সেসরিজ এ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টারস এ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। ছয় মাসে ২৪ শতাংশ এডিপি বাস্তবায়ন অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৪ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ শতাংশ। শতাংশের হিসাবে তিন বছরের মধ্যে চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়ন সর্বনিম্ন। তবে ব্যয়িত অর্থের পরিমাণের দিক থেকে আবার সর্বোচ্চ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সর্বশেষ হিসাব অনুযায়ী এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে আইএমইডি সচিব শহীদ উল্লা খন্দকার জনকণ্ঠকে বলেন, এডিপির বাস্তবায়ন সব সময়ই প্রথমদিকে কম হয়। তাছাড়া এ সময়ের মধ্যে অনেক কাজ হলেও অর্থ পরিশোধ করা হয় না, ফলে সেটি এডিপি বাস্তবায়ন অংশে আসে না। আশা করছি আগামীতে বাস্তবায়ন হার আরও বাড়বে। চলতি অর্থবছর ৯৭ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন করে সরকার। এর বাইরে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নে আরও ৩ হাজার ৯৯৭ কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে।
×