ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস

প্রকাশিত: ০৬:৫০, ১৪ জানুয়ারি ২০১৬

নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস

অর্থনৈতিক রিপোর্টার ॥ নারী পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়তা দিচ্ছে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতি ঠিক রেখে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কারখানা মালিক ও শ্রমিক উভয়েরই লাভ এবং বৃহত্তর অর্থে জাতীয়ভাবে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ লক্ষ্যে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের উদ্যোগে একটি মিডিয়া সংবেদনশীল সেমিনারের আয়োজন করা হয়। বুধবার রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্টের টিম লিডার ফারাহদিবা রাহাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার নাজনীন আকতার। সেমিনারে জানানো হয়, পোশাক কারখানার মহিলা শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ১ ডলার বিনিয়োগ করলে ৩ ডলার লাভ হয়। এতে মালিক শ্রমিক সবারই লাভ হয়। ডিবিএল পোশাক কারখানার উদাহরণ তুলে ধরে বলা হয় এ কারখানাটি মহিলা শ্রমিকদের জন্য এসিআই কোম্পানির ৩১ টাকা মূল্যের স্যানিটারি ন্যাপকিন মাত্র ১০ টাকায় বিক্রি করে। ফলে ওই কারখানার শ্রমিকরা কম অসুস্থ হন। উৎপাদনে ব্যাঘাত ঘটে না। সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, পোশাক শ্রমিকদের মাঝে বিদ্যমান যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক সমস্যাগুলো তুলে ধরা এবং কিভাবে এই কার্যক্রমে অংশ নিয়ে মিডিয়া কিভাবে তৈরি পোশাক খাতকে অধিকতর সমৃদ্ধ করতে পারে সে বিষয়ে আলোচনা করা। এক্ষেত্রে আয়োজকরা বলেন, তৈরি পোশাক খাত যেহেতু দেশের সর্বোচ্চ রফতানি খাত এবং অর্থনীতির মেরুদ- তাই এই খাত সমৃদ্ধ করতে বর্তমানে গণমাধ্যম ইতিবাচক উদাহরণগুলো তুলে ধরতে পারে। ফলে যেসব কারখানা মালিক শ্রমিকদের কল্যাণে ভাল কাজ করছে তাদের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ হলে এতে অন্য কারখানা মালিকরা অনুপ্রাণিত হয়ে সেই পথ অনুসরণ করতে পারেন।
×