ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারাকা পাওয়ারের বোনাস শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ জানুয়ারি ২০১৬

বারাকা পাওয়ারের বোনাস শেয়ার বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১৩ জানুয়ারি বুধবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, বারাকা পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার তাল্লু স্পিনিং এ ক্যাটাগরিতে উন্নীত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। উল্লেখ্য, তাল্লু স্পিনিং ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×