ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী জঙ্গীদের জন্য আইএসের নতুন নির্দেশনা

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ জানুয়ারি ২০১৬

আত্মঘাতী জঙ্গীদের জন্য আইএসের নতুন নির্দেশনা

‘কোথাও হামলা চালানোর বেশ কিছুদিন আগে থেকেই দাড়ি কামিয়ে ফেলতে হবে। মসজিদে যাওয়া চলবে না। নামাজ পড়া যাবে না। আচার ব্যবহারে সকলকে বুঝিয়ে দিতে হবে সে খাঁটি খ্রীস্টান।’ আত্মঘাতী জঙ্গীদের জন্য ‘সেফটি এ্যান্ড সিকিউরিটি গাইডলাইনস ফর লোন উলফ মুজাহিদীন এ্যান্ড স্মল সেলস’ নামে নয়া আচরণবিধি চালু করেছে ইসলামিক স্টেট (আইএস)। সফলভাবে হামলা চালাতে হবু জঙ্গী এবং প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গীদের জন্য ৬২ পাতার এই নতুন বুকলেটটি জারি করেছেন সংগঠনের নেতারা। খবর টেলিগ্রাফের। আইএস সুপ্রিমো আবুবকর আল বাগদাদীর মতে, কোন দেশের গোয়েন্দাদের নজরদারির আওতায় যেন চলে না আসে জিহাদীরা। কারণ একবার সন্দেহ হলে বা নজরদারির আওতায় চলে এলে সব পরিকল্পনা ভ-ুল হয়ে যাবে। তাই কোথাও হামলা চালানোর বেশ কয়েকদিন আগে থেকেই দাড়ি-গোঁফ কামিয়ে প্যান্ট-শার্ট পরে পাশ্চাত্য ভাষা ও আদবকায়দা অনুকরণ করে যেতে হবে। মসজিদের ধারে কাছেও যাওয়া চলবে না। নিজের আশপাশের মানুষজনের মধ্যে একজনেরও যাতে কোন সন্দেহ না হয়। ছবি ভাল নয় তাই... মার্কিন নাগরিক ডোনাল্ডের বিরুদ্ধে অগ্নি সংযোগ, লুটপাটের অভিযোগে পর্তুগালের লিমা পুলিশ সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় তাদের রেকর্ডে থাকা তার একটি ছবি প্রকাশ করেছে। কিন্তু ছবিটি ডোনাল্ডের ভাল লাগেনি। তাই সে পুলিশের কাছে তার একটা কেতাদুরস্ত ছবি পাঠিয়ে দুঃখের সঙ্গে বলেছে, পুলিশ আমার প্রতি যথেষ্টই অবিচার করেছে। -জি নিউজ শিশুদের কোডিং শেখাবে শুঁয়োপোকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ইলেক্ট্রনিক মেলায় ফিশার-প্রাইস ‘কোড-এ-পিলার’ নামে একটি শুঁয়োপোকা রোবট প্রদর্শন করেছে যেটি শিশুদের কোডিং শেখাবে। এতে রয়েছে মোটরচালিত মাথা এবং ‘কানেক্টেবল সেগমেন্ট’ বা ব্লক। ওই আলাদা অংশগুলোতে বর্ণসংকেত রয়েছে, যা রোবটকে সামনে- পেছনে, ডানে-বামে, চলা-থামা আর লাইট জ্বালানোর নির্দেশ দেবে। শিশুরা পর্যায়ক্রমে শুঁয়োপোকাটির অংশগুলো সাজালে এটি একটি নির্দিষ্ট পথে চালবে। এভাবেই শিশুরা কোডিং করা শিখতে পারবে। -সিনেটডটকম
×