ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলায় পাকিস্তানী সেনা জড়িত’

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জানুয়ারি ২০১৬

‘আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলায় পাকিস্তানী সেনা জড়িত’

আফগানিস্তানের মাজার ই শরিফে গত সপ্তাহে ভারতীয় কনস্যুলেটে সংঘটিত হামলায় পাকিস্তানী সেনা কর্মকর্তারা জড়িত বলে আফগান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। বালখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল সাদাত মঙ্গলবার বলেন, তারা বিষয়টি দেখেছেন এবং তিনি মোটামুটি নিশ্চিত যে, হামলাকারীরা পাকিস্তানী সেনাবাহিনীর সদস্য ছিল। এবং হামলায় তারা বিশেষ কৌশল অবলম্বন করেছিল। হামলার পর ২৫ ঘণ্টা পরও হামলাকারীরা আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে গেছে, এ থেকে ধারণা পাওয়া যায় হামলাকারীরা উপযুক্ত প্রস্তুতি নিয়ে এসেছিল। সাদাত বলেন, ‘হামলাকারীরা সামরিক বাহিনীর সদস্য ও শিক্ষিত ছিলেন। তারা ভাল প্রস্তুতি নিয়ে এসেছিলেন।’ কনস্যুলেটের সামনের ভবনে অবস্থান নিতে হামলাকারীদের যারা সহায়তা করেছিলেন তাদের চিহ্নিত ও আটকের পদক্ষেপ নেয়া হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাকে সাদাত বলেন, ‘যারা এসেছিল তারা দারি বা পশতু নয়, উর্দু বলতে পারত। আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটের কাছে হামলায় নিহত ১০ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের জালালাবাদ নগরীতে পাকিস্তান কনস্যুলেটের কাছে বুধবার সকালে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে। দেশটির এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন। হামলাস্থলের কাছেই ভারতীয় কূটনৈতিক মিশন অবস্থিত। খবর ইয়াহু নিউজ ও এএফপির। নানগরহার প্রদেশে সরকারের মুখপাত্র আয়াতুল্লাহ খাইওগনি বলেন, আত্মঘাতী হামলায় সাত পুলিশ সদস্য ও তিন হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে এক আত্মঘাতী হামলাকারী রয়েছে। সে সাকল ৯টার দিকে বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তিন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। তিনি আরও বলেন, বোমা বিস্ফোরণের পর দুই বন্দুকধারী কনস্যুলেটের কাছে একটি খালি গেস্টহাউসে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে দুই বন্দুকধারী নিহত হওয়ার পর এই অভিযান শেষ হয়। কোন সংগঠন তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
×