ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএস যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি নয় ॥ ওবামার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ

পাকিস্তান ও আফগানিস্তান ॥ অশান্ত থাকবে কয়েক দশক

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জানুয়ারি ২০১৬

পাকিস্তান ও আফগানিস্তান ॥ অশান্ত থাকবে কয়েক দশক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানসহ বিশ্বের অনেক অংশেই কয়েক দশক ধরে অস্থিরতা বিরাজ করবে। তিনি মঙ্গলবার কংগ্রেসের উদ্দেশে তার সর্বশেষ স্টেই অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছিলেন। খবর পিটিআই, এএফপি ও এক্সপ্রেস ট্রিবিউনের। ওবামা ঘোষণা করেন, আমাদের পররাষ্ট্রনীতিতে অবশ্যই ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার দিকে দৃষ্টি দিতে হবে। কিন্তু তা সেখানেই শেষ হতে পারে না। এমনকি আইএস ছাড়াও বিশ্বের অনেক অংশে মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান ও পাকিস্তানে মধ্য আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কোন কোন অংশে দশকের পর দশক ধরে অস্থিরতা চলতে থাকবে। তিনি আরও বলেন, এসব স্থানের কোন কোনটি নতুন নতুন সন্ত্রাসী নেটওয়ার্কের নিরাপদ আস্থানায় পরিণত হতে পারে। অন্যান্য জায়গা জাতিগত সংঘাত, দুর্ভিক্ষ এবং শরণার্থী স্রোতের কবলে পড়বে। ইসলামিক স্টেট দলের প্রসঙ্গে ওবামা বলেন, সন্ত্রাসী দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দেখা দেয়নি। এরূপ কথাবার্তা আমেরিকার শত্রুদেরই কেবল সাহস যোগাচ্ছে বলে তিনি সতর্ক করে দেন। তবে তিনি বলেন, আল কায়েদা ও আইএস এখন আমাদের জনগণের প্রতি এক প্রত্যক্ষ হুমকির সৃষ্টি করেছে। কারণ আজকের দিনে মানুষের জীবন এমনকি নিজেদের জীবনেরও কোন মূল্য দেয় নাÑ এমন মুষ্টিমেয় সংখ্যক সন্ত্রাসীও বড় রকমের ক্ষতিসাধন করতে পারে। প্রেসিডেন্ট ওবামা জাতীয় নিরাপত্তা বিতর্কের ধারা পাল্টানোর চেষ্টা করেন। তার উত্তরাধিকারী বাছাইয়ের লড়াই উত্তপ্ত হয়ে উঠায় এ বিতর্কের সুর আরও চরম ও ভীতিকর হয়ে উঠেছে। তিনি সন্ত্রাসবিরোধী লড়াইকে কেন্দ্র করে গুয়ানতানামো বে’তে স্থাপিত আটক কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ করে দেয়ার জন্য সহায়তা করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি এ কারাগারকে আমেরিকান বিরোধী মনোভাব উস্কাতে চায় এমন চরমপন্থী প্রচারকদের জন্য এক উপহার বলে বর্ণনা করেন। তিনি মার্কিন বাহিনীকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে অর্থপুষ্ট ও সর্বোত্তম প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাবাহিনী বলে ঘোষণা করেন। তিনি বলেন, জিহাদী হুমকি নির্মূল করার যে সামর্থ্যরে প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি সামর্থ্য এ বাহিনীর রয়েছে। ওবামা তার বিরোধী রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেসকে সতর্ক করে দেন যে, কিন্তু যখন আমরা আইএসকে ধ্বংস করার দিকে দৃষ্টি দেই, তখন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ বলে মাত্রাতিরিক্ত দাবি করা হলে কেবল তাদের ফাঁদেই পা দেয়া হবে। তিনি বলেন, পিকআপ ট্রাকে চড়া যোদ্ধার দল এবং এ্যাপার্টমেন্ট বা গ্যারেজে বসে ষড়যন্ত্রকারী বিকৃতমনা ব্যক্তিরা বেসামরিক লোকজনের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অবশ্যই রোধ করতে হবে। কিন্তু তারা আমাদের জাতীয় অস্তিত্বের প্রতি হুমকির সৃষ্টি করেনি। মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় আইএস দলের ওপর আকাশ থেকে বোমাবর্ষণ করার অভিযানে এক আন্তর্জাতিক জোটের নেতৃত্ব এবং ইরাকী স্থলবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। আইএসের স্বঘোষিত খিলাফতের রাজধানী রাকার দিকে অগ্রসরমান সিরীয় আরব ও কুর্দি মিলিশিয়াদের নির্দেশনা দেয়ার জন্য বিশেষ বাহিনী পাঠাতে ইতোপূর্বে ওবামা অঙ্গীকার ব্যক্ত করেন।
×