ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদালতে আদেশ অমান্যের জের

ভেনিজুয়েলার পার্লামেন্টের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জানুয়ারি ২০১৬

ভেনিজুয়েলার পার্লামেন্টের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

ভেনিজুয়েলা মঙ্গলবার গভীর রাজনৈতিক সঙ্কটে পড়েছে। সুপ্রীমকোর্ট বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টের নেয়া সিদ্ধান্তগুলো বাতিল ঘোষিত হওয়ার পর এই সঙ্কট দেখা দেয়। স্পীকার হেনরি রামোস আলুপ প্রায় সদস্যশূন্য অধিবেশন কক্ষে বলেন, কোরামের অভাবে অধিবেশন স্থগিত করা হয়েছে। খবর এএফপির। আমাজোনাস রাজ্য থেকে নির্বাচিত তিনজন এমপিকে শপথ করিয়ে রামোস আলুপ আদালতের আদেশ অমান্য করেছেন, এই যুক্তি দেখিয়ে সুপ্রীমকোর্ট সোমবার ন্যাশনাল এ্যাসেম্বলির নেয়া সিদ্ধান্তগুলো বাতিল ঘোষণা করে। রামোস আলুপ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ওই তিনজন সদস্য যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছিলেন সেখানে নির্বাচন অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্ত চলছিল। তাই তাদের শপথ না পড়ানোর জন্য আদালতের রুলিং ছিল। সোমবার সুপ্রীম কোর্ট রুলিংয়ে বলেছে, নতুন তিনজনের সদস্যপদ বাতিল না করা পর্যন্ত আইনসভার নেয়া সব সিদ্ধান্ত অবৈধ। আইনসভা সিদ্ধান্ত বৈধতা হারানোয় দেশটিতে রাজনৈতিক সঙ্কট আরও তীব্রতর হলো। মধ্য ডানপন্থী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডটেবলের (এমইউডি)। ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসন পায়। এর মধ্য দিয়ে মাদুরোর নেতৃত্বাধীন সোশালিস্ট পিএসইউভি পার্টি ন্যাশনাল এ্যাসেম্বলিতে টানা ১৭ বছরের সংখ্যাগরিষ্ঠতা হারায়। আইনসভা বিরোধীদের হাতে চলে যাওয়ার পর থেকে রাজনৈতিক স্থিতিশীলতা অনিশ্চয়তায় পড়েছিল। কারণ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দল অনেকদিন ধরেই ছিল মুখোমুখি অবস্থানে। ছয় মাসের মধ্যেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার ব্যক্ত করেছিল বিরোধী জোট।
×