ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮ মামলার আসামি আবরু মিয়া অবশেষে বরখাস্ত

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ জানুয়ারি ২০১৬

১৮ মামলার আসামি আবরু মিয়া অবশেষে বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বরখাস্ত করা হলো ১৮ মামলার আসামি বাপেক্স কর্মচারী আবরু মিয়াকে। এক সঙ্গে দুই জায়গায় চাকরি করার অপরাধেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় বরখাস্তের পাশাপাশি চার্জশীটও প্রদান করা হয়। গ্রেফতার এড়াতে এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বুবধার পুলিশ তার মোহাম্মদী হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালায়। বাপেক্স কোম্পানি সচিব মোহাম্মদ শওকত উসমান স্বাক্ষরিত এক আদেশে দেখা যায়- আবরু মিয়া দীর্ঘদিন ধরেই বাপেক্স কর্মচারী হয়েও পরিচয় গোপন রেখে রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটি কাঁচাবাজার আবুল মিয়া নামে ব্যবসা করছেন। নতুন ঠিকানায় ‘ওষুধ ভবন’ স্টাফ রিপোর্টার ॥ অবশেষে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে ওষুধ প্রশাসন অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়। মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট ক্যাম্পাসে স্থানান্তর হয়েছে সুসজ্জিত নতুন এই ‘ওষুধ ভবন’। নতুন বছরে নতুন ভবনে ওষুধ প্রশাসন অধিদফতরের দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ২৭৫টি এ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বছরে প্রায় ১২ হাজার ৮৬৫ কোটি টাকার ওষুধ ও ওষুধের কাঁচামাল তৈরি করে। এছাড়া দেশের ২৬৬টি ইউনানী ও ২০৫টি আয়ূুর্বেদিক এবং ৭৯টি হোমিওপ্যাথিক ও ৩২টি হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৭৫০ কোটি টাকার ওষুধ উৎপাদন করে থাকে। দেশে ১ লাখ ১৫ হাজার ৪৩৯টি লাইসেন্সধারী ওষুধ বিক্রয়ের ফার্মেসি রয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা বলেন, ১০৫, মতিঝিল বাণিজ্যিক এলাকার ভবনটি বহু পুরনো।
×