ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে চলন্ত ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৫, ১৪ জানুয়ারি ২০১৬

কালিয়াকৈরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে চলন্ত ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ জানুয়ারি ॥ গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে চলন্ত ট্রাকের দুই শ্রমিক মারা গেছে। এ সময় ওই ট্রাকের চালকসহ অজ্ঞাত এক শিশু আহত হয়েছে। নিহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে উজ্জল হোসেন (২৫) এবং একই জেলার বাসিন্দা মাসুম (৩০)। এরা দুজনেই ট্রাকের হেলপার ছিল বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড কারখানা থেকে পোল্ট্রি খাবার চুয়াডাঙ্গায় নেয়ার জন্য বুধবার একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্ববর্তী ওই কারখানার মূল ফটক দিয়ে প্রবেশ করার সময় ট্রাকের উপরের সানসেটে বসে থাকা হেলপার উজ্জল মিয়া বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের অপর হেলপার মাসুম মিয়াও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং ট্রাকের চালক মাসুদ ও পথচারী এক শিশু আহত হয়। এ ঘটনায় ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
×