ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাথা ঠাণ্ডা রাখা জরুরী

প্রকাশিত: ০৬:০৬, ১৪ জানুয়ারি ২০১৬

মাথা ঠাণ্ডা রাখা জরুরী

রতন চক্রবর্তী ভোর ৫টার কিছু বেশি, হঠাৎ ঝাঁকুনি খেয়ে জেগে গেলাম। কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ফ্ল্যাট, আমার খাট, ফার্নিচার, সব কিছু কাঁপছে। হ্যাঁ, আমিও কাঁপছি বটে। খাটের ওপর আসন পিড়ি হয়ে ইস্ট দেবতার নাম স্মরণ করছি। মাথার ওপর ফ্যানটা প্রলয়নৃত্য শুরু করেছে। আমি হতোবুদ্ধি। ৪ জানুয়ারির ভূমিকম্পটার কথা বলছি। ঐ মুহূর্তে আমার কী করা উচিত ছিল? ফ্ল্যাটে আমি ছিলাম একা। আমার উচিত ছিল দ্রুত খাটের তলায় ঢুকে যাওয়া। কিন্তু সেটি আমি করতে পারিনি। কারণ আমার বুদ্ধি লোপ পেয়েছিল। ভূমিকম্পের মতো দুর্যোগে আমাদের যা মনে রাখতে হবে তার মধ্যে প্রধান হলো- বিচার বুদ্ধি লোপ পাওয়া চলবে না। পৃথিবীর ওপর অত্যাচার তো আমরা কম করছি না। পৃথিবী তো বদলা নিতে চাইবে। পৃথিবীর ওপর অত্যাচারটা আমাদের কমাতে হবে। ভূমিকম্পকে আমরা বন্ধ করতে পারব না। পৃথিবী তার নিজ অভ্যন্তরে নিজস্ব ক্রিয়াকলাপ চালাতেই পারে, তবে আমাদের কাজ হলো তাকে এ ব্যাপারে উৎসাহিত না করা। সে উৎসাহিত হয় এমন কর্ম না করা। ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা তো পাব না। মনে করতে হবে চার তারিখে একটা সতর্কবার্তা পেয়ে গেছি। সে মতো প্রস্তুত থাকতে হবে, যেন একটু পরই ভূমিকম্প হবে। কী রকম সে প্রস্তুতি? ঘরে খাটের নিচে কিংবা দরজার পাশে শাবল, গাইতি, ল্যাম্পযুক্ত হ্যালমেট রাখতে হবে। ঘরে বড়সড় মজবুত টেবিল রাখতে হবে। যাতে বিপদের সময় এর তলায় ঢুকে পড়তে পারি। দালান ভেঙ্গে পড়লে যেন শাবল গাইতি দিয়ে ভাঙ্গা দেয়ালের খ- সরিয়ে বেরিয়ে আসতে পারি এ ধরনের সকল নির্দেশনা আছে তার সবই কাজে লাগাতে হবে। সচেতন হওয়াই হবে সবচেয়ে বড় পূর্ব প্রস্তুতি। এক্ষেত্রে জনসচেতনতার জন্য সরকার ও গণমাধ্যমকে বিশেষ উদ্যোগ নিতে হবে। হঠাৎ ভূমিকম্প হলেই সবাই নড়চড়ে বসল আর চেতনা জেগে উঠল। তারপর আবার যেইকে সেই তা হলে চলবে না। প্রতিদিন, প্রতিক্ষণ সরকার ও গণমাধ্যমকে জনসচেতনার মধ্যে থাকতে হবে। নিয়মনীতি মোতাবেক দালান কোঠা তৈরির অনুমোদন দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নীতি মেনে চলতে হবে। ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে, এমন এলাকা, যেমন- দিনাজপুর, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার তথা সমগ্র দেশের মানুষ হিসেবে আমরা সচেতন হবো এবং এই দুর্যোগ মোকাবেলা করব এবং সুন্দরভাবে বেঁচে থাকব এই কাম্য। নরসিংদী থেকে
×