ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিক্ষোভ

প্রকাশিত: ০১:৪২, ১৩ জানুয়ারি ২০১৬

টঙ্গীবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ কিল ঘুসি মেরে ছাত্র-ছাত্রীদের আহত করা, ভর্তি, ফরম পূরনে বাণিজ্য ও প্রধান শিক্ষকের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী স্কুলের পাশের হাসাইল কালিবাড়ি সংযোগ সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে টঙ্গীবাড়ী উপজেলার ব্রাক্ষনভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জানাগেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স.ম নাসিমউদ্দিন মাহতাব মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী পারভেজকে কিল ঘুসি মেরে গুরুতর আহত করে। এ সময় ওই শিক্ষকের হামলায় ওই ছাত্রের গলা ও গালে রক্তাক্ত জখম হয়। এর গত প্রায় ১৫দিন আগে ওই বিদ্যালয়ের অপর এসএসসি পরিক্ষার্থী রবিনকেও কিলঘুসি মেরে আহত করে প্রধান শিক্ষক। বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক প্রতিনিয়ত তুচ্ছ কারনে ছাত্র এমনকি ছাত্রীদেরও গায়ে হাত দিয়ে কিল ঘুসি মেরে গুরুতর জখম করে। শিক্ষক বেতের পরিবর্তে কেচি ও খুড় নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে ঘুরাফেরা করে । কোন ছাত্রের একটু চুল বড় হলে নিজেই কেচি দিয়ে তা কেটে দেয় এবং খুড় দিয়ে ভয় দেখায়। এছাড়া এসএসসি পরিক্ষার ফরম পূরনে বোর্ড ফ্রি ১৪০৫ টাকা হলে ছাত্র-ছাত্রীদের কাছ হতে ৪৭০০টাকা আদায় করে বলে ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানান। প্রতিক্লাসে ভর্তি ফি বাবদ আদায় করা হচ্ছে ১২৫০ থেকে ১৩৫০টাকা। গরীব ছাত্র-ছাত্রীরা ৫০টাকা কম দিলেও তাদের ভর্তি না করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক স.ম নাসিমউদ্দিন মাহতাব জানান, যাই হয়েছিলো মিটমাট হয়ে গেছে রির্পোট করার দরকার কি? অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপরে সে জানায়, এটা স্কুল ম্যানেজিং কমিটির সিন্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভর্তি ফি এতো টাকা না। সঠিক ভর্তি ফি এর বেশি নিলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। #
×