ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গজারিয়ায় ৫ কর্মকর্তা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০০:২৫, ১৩ জানুয়ারি ২০১৬

গজারিয়ায় ৫ কর্মকর্তা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় একটি কোম্পানীর নামে সরকারের ভূমি বরাদ্দ নিয়ে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলাটির হোসেন্দী বাজারের এই কর্মসূচী শেষে মিছিল হয়। মানববন্ধনে নেতৃত্বদানকারী মোবারক মেম্বার, বাদল মিয়া, কবির হোসেন ও কামরুল ইসলাম জানান, সাব-রেজিস্টার শাহ আব্দুল আরিফ অবৈধভাবে দলিল রিজিস্ট্রি করে ভূমিহীনদের লীজকৃত এবং ব্যক্তি মালিকানা জমি খান ব্রাদার্সকে প্রদান করেছে। পরবর্তীতে ইউএনও মাহবুবা বিলকিস, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান, কানুনগো গোলাম মোস্তফা ও সার্ভেয়ার আবু বকরের সহযোগিতায় তা মিউটেশন করা হয়। তাই এই পাঁচ কর্মকর্তাকেই অপসারণের দাবী জানিয়েছে মানববন্ধনকারীরা। অন্যদিকে ইউএনও মহবুবা বিলকিস জানিয়েছেন, খাসজমি কোম্পানীর নামে বন্দ্যোবস্ত প্রদানের এখতিয়ার ভূমি মন্ত্রণালয়ের। সেই অনুযাযী কোম্পানী নামে ভূমি বরাদ্দের পর সেলামীর সম্পূর্ণ অর্থ সরকারের কোষাগারে চালানের মাধ্যমে পরিশোধ করলে ভূমি মন্ত্রণালয়ের যথাযথ নির্দেশনায় স্থানীয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহন করে।#
×