ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য আইএস হুমকি নয় : ওবামা

প্রকাশিত: ২০:৩৫, ১৩ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য আইএস হুমকি নয় : ওবামা

অনলাইন ডেস্ক॥ জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে (স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। জনগণের উদ্দেশে ওবামা তার শেষ ভাষণে বলেন, ‘আমি পরিবর্তনে বিশ্বাস করি। কারণ আমি আপনাদের বিশ্বাস করি। তাই এতটা আত্মবিশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আজ।’ আইএস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় জানিয়ে তিনি বলেন, ‘পিক-আপ ট্রাকের উপরে থাকা জঙ্গিরা বেসামরিক নাগরিকদের জন্য এক আতঙ্কের নাম এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য তাদের হুমকি মনে করি না।’ আইএস-কে নিরস্ত্র করতে এবং তাদের দমনে আমেরিকা ভবিষ্যতেও শক্ত অবস্থানে থাকবে বলে জানান ওবামা। ভাষণে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘মুসলিমদের অপমান করলে যুক্তরাষ্ট্রকে আঘাত এবং যুক্তরাষ্ট্রের পরিচয়ের সাথে বেঈমানী করা হয়। তিনি আরও বলেন, ‘কোন রাজনৈতিক ব্যক্তির মুসলিমদের আঘাত করে বক্তব্য রাখা আমাদের নিরাপত্তার জন্য শুভকর নয়। এটা ভুল। বিশ্বের চোখে আমাদের ছোট করে দেয়।
×