ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিলনাডুর সৈকতে ভেসে এল ১০০ তিমি

প্রকাশিত: ১৯:২৬, ১৩ জানুয়ারি ২০১৬

তামিলনাডুর সৈকতে ভেসে এল ১০০ তিমি

অনলাইন ডেস্ক‍॥ তামিলনাডুর সৈকতে সোমবার রাত থেকে এসব তিমি আটকা পড়ে আছে বলে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা জানান, ওই এলাকার জেলে ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অনেকগুলো তিমিকে ঠেলে সাগরে পাঠিয়ে দিলেও সেগুলো আবার সৈকতে ফিরে এসেছে। টুটিকোরিন তামিলনাডুর প্রধান শহর চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে একটি ছোট বন্দর শহর। জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা রাভি কুমার বলেন, “এগুলো ছোট ধরনের ফিন তিমি। এরা দিক হারিয়েছে বলে মনে হচ্ছে। এবারই প্রথম এত তিমি সৈকতে এসে আটকা পড়ল। “ঘটনাটি খতিয়ে দেখার জন্য মান্নার উপসাগরের মেরিন পার্কের এবং সমুদ্র বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের খবর দিয়েছি আমরা।” অগাস্টে একই রাজ্যের নাগাপট্টিনাম জেলার একটি গ্রামের পাশের সৈকতে ৩৩ ফুট লম্বা একটি তিমির মৃতদেহ ভেসে এসেছিল।
×