ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বমহিমায় উজ্জ্বল আজারেঙ্কা

প্রকাশিত: ০৬:৪১, ১৩ জানুয়ারি ২০১৬

স্বমহিমায় উজ্জ্বল আজারেঙ্কা

চোট আর ফর্মহীনতার কারণে গত দুই মৌসুমে কোর্টে খুঁজে পাওয়া যায়নি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। তবে কখনই হাল ছাড়েননি বেলারুশ সুন্দরী। নিজের প্রতি সবসময়ই আস্থা রেখেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। নতুন মৌসুমের শুরুতেই যেন তার জাত চেনালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুই বছরের মধ্যে প্রথম শিরোপা জিতে প্রতিপক্ষকে জানিয়ে দিলেন এখনও যে ফুরিয়ে যাননি তিনি। সেসঙ্গে টেনিস র‌্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে তার। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা মৌসুমের বাকিটা সময়ও ধরে রাখা প্রত্যয় ব্যক্ত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছয় বছর আগে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলারুশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। আর শেষটা ২০১৩ সালে। ওই সময় দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেন তিনি। ২০০৯ সালের পর আর কোনবারই ব্রিসবেনের শিরোপা জিততে পারেননি বেলারুশ তারকা। অবশেষে সেই শিরোপা খরা কাটালেন আজারেঙ্কা। শনিবার টুর্নামেন্টের ফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পান তিনি। প্রকৃতপক্ষে ভিক্টোরিয়ার কাছে এদিন পাত্তাই পাননি জার্মান তারকা কারবার। মাত্র ৭৩ মিনিটেই শেষ হয়েছে লড়াই। এ নিয়ে ৬ বারের সাক্ষাতে প্রতিবারই জয় পেলেন আজারেঙ্কা। ২০০৯ সালে প্রথমবার ব্রিসবেনে শিরোপা জিতেছিলেন বিশ্বের সাবেক এই নাম্বার ওয়ান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিসবেনে শিরোপার হাসি হাসলেন তিনি। অথচ গত আড়াই বছর ধরে কোন শিরোপা জেতেননি ভিক্টোরিয়া আজারেঙ্কা। এর আগে ২০১৩ সালের আগস্টে সিনসিনাটি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। তারপর এই প্রথম কোন ডব্লিউটিএ শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলেন বেলারুশ সুন্দরী। ২০১৪ সালে মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন পায়ের। যে কারণে মাত্র ৯টি টুর্নামেন্ট খেলেছিলেন সে বছর। গত বছর আবারও উরুর ইনজুরির কারণে খেলা হয়নি। সে কারণে র‌্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে ২২ নাম্বারে ছিটকে পড়েন ২৬ বছর বয়সী এই টেনিস তারকা। তবে বছরের শুরুটা ভালভাবেই করলেন তিনি। ব্রিসবেন জয়ের পাশাপাশি টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হলো তার। নতুন বছরের প্রথম টুর্নামেন্ট জয়ের সৌজন্যে টেনিস র‌্যাঙ্কিংয়ে ছয়ধাপ অগ্রগতি হয়েছে তার। বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭তম স্থানে উঠে এসেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এই অগ্রগতিতে দারুণ রোমাঞ্চিত বেলারুশ সুন্দরী। সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তার দুটিই আবার অস্ট্রেলিয়ান ওপেনে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট। তার আগেই প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচনা করা হয় ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টকে। আর সেই মঞ্চেই আলো ছড়ালেন আজারেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের জন্য এই ট্রফি অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন আজারেঙ্কা। শুধু তাই নয়, ব্রিসবেনে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিপক্ষেরও অভিনন্দন পেয়েছেন দুটি গ্র্যান্ডসøামের মালিক। ভিক্টোরিয়ার প্রশংসা করে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘ভিকা আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই। দারুণ একটা সপ্তাহ কাটালে এখানে। আসলে প্রতিপক্ষ হিসেবে তুমি সবসময়ই কঠিন।’ এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু কখনই আজারেঙ্কাকে হারাতে পারেননি জার্মান তারকা। এবার তাই আক্ষেপ করেই কারবার বলেন, ‘আমি চেয়েছিলাম তোমার বিপক্ষে মাত্র একবার জয় পেতে।
×