ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেট্রোবাংলার ১৩ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ ॥ তদন্ত শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জানুয়ারি ২০১৬

পেট্রোবাংলার ১৩ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ ॥  তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের টেকনিশিয়ান বিভাগের ১৩ কর্মকর্তা কর্মচারীর জাল সনদে চাকরির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) জাবেদ চৌধুরীকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অপর ২ সদস্য হলেন, পেট্রোবাংলার ব্যবস্থাপক (সংস্থাপন) রশিদুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল) আ স ম আব্দুর রব। এ কমিটি খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. নলকা প্রধান কার্যালয়ে ২০০১ সালে ৬ ও ২০০৭ সালে ৭ জন জুনিয়ার টেকনিশিয়ান নিয়োগ করা হয়। নিয়োগ বোর্ড তাদের প্রয়োজনীয় কাগজপত্র যথেষ্ট যাচাই-বাছাই না করে চাকরিতে নিয়োগ দেন। এ নিয়ে সমালোচনা থাকলেও ওই বিভাগের উর্ধতন কর্মকর্তারা তাদের নিয়োগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেনি। বরং নিয়োগকৃত ১৩ কর্মচারীর মধ্যে অনেককে পদোন্নতি দেয়া হয়েছে।
×