ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাকসামে বীমা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ জানুয়ারি ২০১৬

লাকসামে বীমা  কর্মকর্তার বিরুদ্ধে  মামলা

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১২ জানুয়ারি ॥ বীমা কোম্পানির এক অসাধু কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কারণে এক বছরেও মরনোত্তর বীমা দাবির টাকা পায়নি এক গ্রাহক। অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাত করায় ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বীমা কিস্তির টাকা আত্মসাত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লাকসাম জোনাল অফিসের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন নামে ওই অসাধু কর্মকর্তার বিচার দাবি করে সোমবার কোম্পানির চেয়ারম্যান ও এমডি’র বরাবর লিখিত অভিযোগ করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার জাকির হোসেন । অভিযোগে জানা যায়, পৈশাগী গ্রামের নুরজাহান বেগম ২০০৯ সালের ২৮ ডিসেম্বর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাকসাম জোনাল অফিসের ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে পঁচিশ হাজার টাকার একটি বীমা গ্রহণ করেন। ওই গ্রাহক ২০১৪ সালের ১১ অক্টোবর মারা গেলে নমিনী তার ছেলে জাকির হোসেন। তার মায়ের মৃত্যু দাবির চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দেন।
×